সিকিম স্বাধীন দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সিকিম স্বাধীন দল (ইংরেজি: সিকিম ইন্ডিপেন্ডেন্স পার্টি) ছিল সিকিমের একটি রাজনৈতিক দল। দলটি নামগে সেরিং এবং কাজী লেন্দুপ দর্জি দ্বারা প্রতিষ্ঠিত ও নেতৃত্বে ছিল।[১][২] পরবর্তীতে দলের সভাপতির দায়িত্ব পালন করেন।[৩] দলটি নভেম্বর ১৯৫৮ সালের নির্বাচনের আগে চালু করা হয়েছিল, যা সিকিম রাজ্য কংগ্রেস থেকে বিভক্ত হয়ে গঠিত হয়েছিল।[৪] দলটি সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থা বাতিলের আহ্বান জানিয়েছে।[৫] কাজী লেন্ডুপ দরজি ১৯৫৮ সালের নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তার আসন হারান।[৫] সব মিলিয়ে স্বতন্ত্র দল নির্বাচনে একক আসন জিতেছে (একটি ভুটিয়া - লেপচা আসন)।[৪]

স্বাধীন দল সিকিম ন্যাশনাল পার্টি, সিকিম রাজ্য কংগ্রেস এবং তফসিলি জাতি লীগের সাথে মেল্লিতে ২৪-২৫ সেপ্টেম্বর, ১৯৫৯ সালে অনুষ্ঠিত একটি সম্মেলনে অংশ নেয়। সম্মেলনে পূর্ণাঙ্গ দায়িত্বশীল সরকারের দাবি জানানো হয়।[৫]

১৯৬০ সালের মে মাসে কাজী লেন্দুপ দর্জি একটি নতুন দল, সিকিম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Joshi, Hargovind. Sikkim: Past and Present. New Delhi: Mittal Publications, 2004. pp. 119-120
  2. Datta-Ray, Sunanda K. Smash and Grab: Annexation of Sikkim. New Delhi: Vikas, 1984. p. 103
  3. Grover, Verinder, and Ranjana Arora. Encyclopaedia of India and Her States. Vol. 2, Documents on India, Her States and Elections. New Delhi [India]: Deep & Deep, 1996. p. 217
  4. Grover, B.S.K.. Sikkim and India: storm and consolidation. Jain Bros., 1974. p. 47
  5. Bareh, H. M. Sikkim. New Delhi: Mittal Publ, 2001. pp. 101-102