সিকিম তফসিলি জাতি লীগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সিকিম তফসিলি জাতি লীগ (এসএসসিএল), সিকিমের একটি রাজনৈতিক দল, ডক্টর বিআর আম্বেদকরের তফসিলি জাতি লীগের মডেলে গঠিত হয়েছিল। সিকিমের তৎকালীন রাজতান্ত্রিক শাসনের বিপরীতে এসএসসিএল একটি গণতান্ত্রিক সরকারের দাবি করেছিল।

১৯৫৩ সালে প্রথম রাজ্য পরিষদ নির্বাচনে, এসএসসিএল দুইজন প্রার্থীকে লঞ্চ করেছিল। কেউ নির্বাচিত হননি।

দলটি ১৯৬৭১৯৭৯ সালের নির্বাচনেও অংশগ্রহণ করে। ১৯৭৯ সালের বিধানসভা নির্বাচনে দলের দুটি প্রার্থী ছিল, যাদের একসঙ্গে ৮৫ ভোট ছিল।[১] পূর্ণ বাহাদুর খাতি রত্নিপানি-ওয়েস্ট পেন্ডামে দাঁড়িয়েছিলেন যেখানে তিনি ৬৮ ভোট (সেই নির্বাচনী এলাকার ভোটের ২.৭৪%) এবং সুকমান দোর্জি খামডং-এ দাঁড়িয়েছিলেন যেখানে তিনি ১৭ ভোট (০.৭%) পেয়েছেন। দুটি নির্বাচনী এলাকাই তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত ছিল, এই রাজ্যের একমাত্র এই ধরনের দুটি নির্বাচনী এলাকা।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Statistical Report on General Election, 1979 to the Legislative Assembly of Sikkim"Election Commission of India। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২১