সিএনবিসি
সিএনবিসি | |
---|---|
![]() | |
উদ্বোধন | ১৭ এপ্রিল ১৯৮৯ |
মালিকানা | কমকাস্ট |
চিত্রের বিন্যাস | এইচডিটিভি |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
প্রধান কার্যালয় | নিউ জার্সি, যুক্তরাষ্ট্র |
ওয়েবসাইট | www |
অনলাইন সম্প্রচার | সিএনবিসি প্রো (প্রবেশমূল্য প্রয়োজন) |

সিএনবিসি (পূর্বে কনজিউমার নিউজ এন্ড বিজনেস চ্যানেল) হল একটি আমেরিকান বেসিক ক্যাবল বিজনেস নিউজ চ্যানেল। এটি আলোচনা অনুষ্ঠান, অনুসন্ধানী প্রতিবেদন, তথ্যচিত্র, তথ্যচিত্র, আপাতবাস্তব অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। ফক্স বিজনেস এবং ব্লুমবার্গ টেলিভিশনের পর এটি তিনটি প্রধান ব্যবসায়িক সংবাদ চ্যানেলের মধ্যে অন্যতম। এটি একটি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপও পরিচালনা করে, যার মাধ্যমে ব্যবহারকারীরা স্ট্রিমিং মিডিয়ার মাধ্যমে চ্যানেলটি দেখতে পারে।
সিএনবিসি হল এনবিসিইউনিভার্সাল নিউজ গ্রুপের একটি বিভাগ এনবিসিইউনিভার্সালের একটি সহযোগী প্রতিষ্ঠান, যেটির মালিক হলো কমকাস্ট। এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত।
সিএনবিসি সারাবিশ্বে একাধিক চ্যানেল পরিচালনা করে। [১] যেমন: সিএনবিসি ওয়ার্ল্ড, সিএনবিসি ইউরোপ,সিএনবিসি এশিয়া, ক্লাস সিএনবিসি,সিএনবিসি ইন্দোনেশিয়া,সিএনবিসি আরাবিয়া, জাপানের নিক্কেই সিএনবিসি, সিএনবিসি টিভি ১৮, সিএনবিসি আওয়াজ, এবং সিএনবিসি বাজার (ভারতে একটি বিশেষ গুজরাটি ভাষার চ্যানেল), এবং জিএনএন পাকিস্তান। [২] [৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Pfanner, Eric (অক্টোবর ১, ২০০৬)। "CNBC pushes hard to fend off rival Fox - Technology - International Herald Tribune"। The New York Times।
- ↑ "CNBC Preps Launch in South Korea"। Adweek। অক্টোবর ২২, ২০০৯। জুলাই ৫, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "CNBC Launch 24-hour Korean Language Business News Channel, SBS-CNBC" (সংবাদ বিজ্ঞপ্তি)। CNBC। জানুয়ারি ২০, ২০১০। নভেম্বর ১৬, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।