সাহেব বিবি মসজিদ

স্থানাঙ্ক: ২২°৩১′৩০″ উত্তর ৯১°৫৫′১১″ পূর্ব / ২২.৫২৫০৫১° উত্তর ৯১.৯১৯৬৫৫° পূর্ব / 22.525051; 91.919655
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাহেব বিবি মসজিদ

সাহেব বিবি মসজিদ

সাহেব বিবি মসজিদ বাংলাদেশ-এ অবস্থিত
সাহেব বিবি মসজিদ
সাহেব বিবি মসজিদ
বাংলাদেশে অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩১′৩০″ উত্তর ৯১°৫৫′১১″ পূর্ব / ২২.৫২৫০৫১° উত্তর ৯১.৯১৯৬৫৫° পূর্ব / 22.525051; 91.919655
অবস্থান বিনাজুরী রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ
প্রতিষ্ঠিত ১৬১২ (আনুমানিক)
শাখা/ঐতিহ্য ইসলাম সুন্নি
প্রশাসন স্থানীয় ভাবে পরিচালিত
স্থাপত্য তথ্য
ধরন মুঘল স্থাপত্য
ধারণক্ষমতা ১৫০
দৈর্ঘ্য ৬০ ফুট
প্রস্থ ২২ ফুট
আবৃত স্থান ০,৩০ একর
গম্বুজ ৩টি
গম্বুজের উচ্চতা (বাহ্যিক) ১৬ ফুট
গম্বুজের উচ্চতা (অভ্যন্তরীণ) ১০ ফুট
মিনার ৮টি (চারটি বড় চারটি ছোট)
মিনারের উচ্চতা ২০ ফুট
ভবনের উপকরণ চুন সুরকি

সাহেব বিবি মসজিদ বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা গ্রামে অবস্থিত একটি অতি প্রাচীন মসজিদ ।[১]

ইতিহাস[সম্পাদনা]

মসজিদের মতোয়াল্লীদের তালিকার ফলক

চট্টগ্রামের ঐতিহাসিক আনোয়ারা থানার শোলকাটা গ্রামের বিশিষ্ট জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর স্বনামধন্য পত্নী ও চট্টগ্রামের প্রসিদ্ধ মলকা বানুর মাতা সাহেব বিবি আনুমানিক ১৬১২ খৃষ্টাব্দে এই মসজিদের প্রতিষ্ঠা করেন ।[২]

মসজিদের পাশে রয়েছে ফুলবাগান সংবলিত কবরস্থান যেখানে শায়িত আছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম সাহেব বিবি।[৩] এছাড়াও, এর পাশে আছে সাহেব বিবি দীঘি যাকে শাহী পুকুরও বলা হয়। কবরস্থানসহ মসজিদটি ৩০ শতক জমির উপর নির্মিত। বিভিন্ন কারু কাজ-সম্বলিত টেরাকোটার ইট ও চুন-সুরকির গাঁথুনিতে মসজিদটি নির্মিত। মসজিদটির সামনে একটি ঈদগাহ ও পাশে কবরস্থান রয়েছে।

স্থাপত্য[সম্পাদনা]

এক গম্বুজ বিশিষ্ট মনে করা হলেও এটি আসলে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। তবে বড় গম্বুজের দুই পাশের গম্বুজ দুটি অপেক্ষাকৃত ছোট। এছাড়া চারকোণে চারটি মিনার ও মধ্যভাগে চারটি সহ মোট আটটি মিনার বিদ্যমান। সুন্দর কারুকাজ সংবলিত এই মসজিদের মূল নকশা ও সৌন্দর্য প্রায় অবিকল রয়েছে । এই মসজিদে তিন কাতারে প্রায় ১৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন ।

বর্তমান অবস্থা[সম্পাদনা]

এই মসজিদ কবরস্থান সহ ৩০ শতক জায়গার উপর নির্মিত। ঐতিহ্যবাহী দর্শনীয় মসজিদে দূর-দূরান্ত থেকে অসংখ্য মুসল্লীও এখানে এসে নামাজ আদায় করেন। কালের সাক্ষী এই মসজিদ দেখার জন্য পর্যটকরাও এখানে ভিড় জমান । প্রায় পাঁচশত বছর পূর্বে নির্মিত স্থাপনাটি রূপগত পরিবর্তন করে সম্প্রতি টাইলস লাগানো হয়েছে ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এম বেলাল উদ্দিন (৮ জুন ২০১৮)। "কালের সাক্ষী: রাউজানের সাহেব বিবি মসজিদম"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২১ 
  2. "নান্দনিক স্থাপত্যশৈলীর প্রাচীন নিদর্শন রাউজানের সাহেব বিবি মসজিদ"ctgtimes.com। ২৯ নভেম্বর ২০১৯। ২৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২১ 
  3. জুনায়েদ হাবীব। "ঐতিহ্যবাহী মসজিদের নগরী চট্টগ্রাম"দেশ রূপান্তর। ১৫ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২১