সার্ক (দ্বীপ)
অবয়ব
সার্ক (ফরাসি: Sercq) ইংলিশ চ্যানেলের দক্ষিণাংশে অবস্থিত একটি ছোট দ্বীপ। এটি চ্যানেল দ্বীপপুঞ্জের একটি দ্বীপ এবং Bailiwick of Guernsey এর অংশ। সে হিসেবে এই দ্বীপটি ব্রিটিশ রাজত্বের অধীনস্থ। প্রায় ৬০০ জনসংখ্যাবিশিষ্ট এই দ্বীপের প্রধান শিল্প হচ্ছে পর্যটন, কারুশিল্প এবং বাণিজ্য। এর আয়তন মাত্র ২ বর্গমাইল (৫.৪৫ বর্গ কিমি)। এই দ্বীপে অনেক দিন ধরেই সামন্ততন্ত্র বিরাজমান ছিল। সম্প্রতি এই তন্ত্র বিলুপ্ত করা হয়েছে। এর মাধ্যশে ইউরোপের শেষ সামন্ততন্ত্রটিও বিলুপ্ত হয়ে গেছে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে সার্ক (দ্বীপ) সংক্রান্ত মিডিয়া রয়েছে।