সামান খুদা
অবয়ব
এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। |
অষ্টম শতাব্দীর একজন পার্সিক সম্ভ্রান্ত মুসলিম ব্যক্তি যার পরবর্তী বংশধর নাসর ইবনে আহমদ পারস্য ও তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল নিয়ে সামানীয় নামক সুন্নি মুসলিম সালতানাত বা রাজবংশ প্রতিষ্ঠা করেন। যদিও সামান খুদা শব্দটি সামানী ধর্মীয় দৃষ্টিকোন থেকে ঐশ্বরিক ক্ষমতাসম্পন্ন কোন ব্যক্তিকে ডাকা হতো, যেমন বাংলার বিভিন্ন অঞ্চলে পীর-মুর্শিদদের প্রতি ভক্তিমূলক গানে (তড়ানে ওয়ালা বাবা বাচানে ওয়ালা.....), ওনাদেরকেও ঐরকম ক্ষমতা সম্পন্ন বলে উল্লেখ করা হয়। কিন্তু উনি সেই রকম সামানী পদবি ছিলেন কিনা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |