সাবাশ বাংলাদেশ (গান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"সাবাশ বাংলাদেশ"
কেন তুমি সুখে থাকবে অ্যালবাম থেকে
ইবরার টিপু ফিচারিং আসিফ আকবর কর্তৃক একক
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্ত২ মার্চ ২০১৬ (2016-03-02) (ভিডিও)
২০০৪ (2004) (একক)
বিন্যাসসিডি একক, লিগেল ডিজিটাল ডাউনলোড
ধারা
দৈর্ঘ্য:০১
লেবেল
  • সাউন্ডটেক
সুরকারইবরার টিপু
গীতিকারসোহেল আরমান
কেন তুমি সুখে থাকবে track listing
  1. কেন তুমি সুখে থাকবে
  2. অশ্রু জলে দু চোখে ভাসে
  3. ভালবাসলে কাঁদতে হয়
  4. পত্র মিথ্যা
  5. চাঁপা কান্নার সুর
  6. হারজিত
  7. কেউ না জানুক
  8. ভুল হৃদয়ের ভালবাসা
  9. তুমি জানবে না কোনদিন
  10. সেই সুরঞ্জনা
  11. তোমাকে ধন্যবাদ
  12. "সাবাশ বাংলাদেশ"
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "সাবাশ বাংলাদেশ"

"সাবাশ বাংলাদেশ" হচ্ছে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের ক্রিকেট সম্পর্কিত কালজয়ী গানগুলোর একটি। এই গানে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর[১][২] বাংলাদেশের ক্রিকেট নিয়ে তৈরি করা গানগুলোর মধ্যে এটি এখনও জনপ্রিয়তার শীর্ষে। গানটি ২০০৪ সালের কেন তুমি সুখে থাকবে অ্যালবামের একটি গান।[৩] এটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু এবং গীত রচনা করেছেন সোহেল আরমান। ২০০৪-০৫ সালের জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষে বাংলাদেশ জাতীয় দলের আবহ সঙ্গীত হিসাবে এটি তৈরী করা হয়।[৪]

গানটিতে কণ্ঠদান সম্পর্কে আসিফ আকবর বলেন, "আমি তখন কুমিল্লায়। জিম্বাবুয়ে টিম বাংলাদেশ সফরে আসবে। তারা আসার আগে বিসিবি বাংলাদেশ টিমের জন্য একটি থিম সং করার পরিকল্পনা করে। এই থিম সংটা নাকি আমাকেই গাইতে হবে। তারা কুমিল্লা থেকে আমাকে একপ্রকার ধরেই নিয়ে আসে। আমার তখন ঠাণ্ডা-সর্দি-কাশি মিলে বেশ কাহিল অবস্থা। কিন্তু কে শোনে কার কথা। দেরি যে করব তারও উপায় নেই। কারণ সফরের সময় এগিয়ে আসছে। সেই অবস্থায়ই গানটিতে কণ্ঠ দিই। গানটি শুনলে আমার ঠাণ্ডা লাগার অবস্থাটি বোঝাও যায়। গানটি এতটাই জনপ্রিয় হয় যে সবাই আমাকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন। স্টেডিয়ামে, বাংলাদেশের যেকোনো বিজয় মিছিলে গানটি থাকবেই।"[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ক্রিকেটে আমার গান নিষিদ্ধ কেন, তথ্যমন্ত্রীকে আসিফের প্রশ্ন"www.bd24live.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৪ 
  2. "বিশ্বকাপ উপলক্ষে আসিফের নতুন গান (ভিডিও)"Odhikar। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৪ 
  3. "Keno Tumi Sukhe Thakbe by Asif Akbar"অ্যাপল মিউজিক (ইংরেজি ভাষায়)। 
  4. "কালজয়ী 'সাবাস বাংলাদেশ' গানের গল্প জানালেন আসিফ"বিডিক্রিকটাইম। ২০২০-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৪ 
  5. "আসিফের প্রিয় ৫ গান"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]