সানন্দা
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। (ফেব্রুয়ারি ২০২৫) |
৩০ সেপ্টেম্বর, ২০২৪-এর প্রচ্ছদ | |
| কোম্পানি | এবিপি গ্রুপ |
|---|---|
| দেশ | ভারত |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | ওয়েবসাইট |
সানন্দা (বাংলা: সানন্দা, ওড়িয়া: ସାନନ୍ଦା) একটি বাংলা পাক্ষিক পত্রিকা। এটি একটি নারী পত্রিকা। আনন্দ পাবলিশার্স এটি কলকাতা থেকে প্রতি মাসের ১৫ ও ৩০ তারিখে প্রকাশ করে।[১][২] ১৯৮০-এর দশকের মধ্যভাগে চালু হওয়া এই পত্রিকাটির প্রাক্তন সম্পাদক ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও চিত্র-পরিচালক অপর্ণা সেন। পত্রিকাটি ১৯৮৬ সাল থেকে বাংলা ভাষায় প্রকাশিত হচ্ছে এবং এর ওড়িয়া সংস্করণ চালু হয়েছিল ২০০৫ সাল থেকে।
ইতিহাস
[সম্পাদনা]সানন্দা পত্রিকার প্রকাশনা শুরু হয় ১৯৮৬ সালে।[৩] প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় ৩১ জুলাই, ১৯৮৬ তারিখে,[২] এবং এটি তাৎক্ষণিকভাবে জনপ্রিয়তা লাভ করে। পত্রিকাটি বাংলা ভাষায় মুদ্রিত হয়।[৩] এর প্রাথমিক মুদ্রণসংখ্যা ৩০,০০০ ধার্য করা হলেও প্রথম সংখ্যাটির বিক্রি হয় ৭৫,০০০ কপি।[৪] পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন বাংলা ভাষার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী অপর্ণা সেন।[৫] তাঁর পর ২০০৫ সালে মুখ্য সম্পাদকের পদে অধিষ্ঠিত হন মধুমিতা চট্টোপাধ্যায়।[৫] সেই বছরেই পত্রিকাটির ওড়িয়া সংস্করণ শুরু হয়।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bengali magazine 'Sananda' to don a new look"। afaqs!। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২১।
- 1 2 "Sananda Magazine"। Magzter। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫।
- 1 2 Amrita Madhukalya (১৯ জুলাই ২০১৫)। "Of recipes and G-spots: On India's 'magazine era'"। dna। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ Subroto Sengupta (২৫ জানুয়ারি ২০০৫)। Brand Positioning: Strategies for Competitive Advantage। Tata McGraw-Hill Education। পৃ. ৬৮। আইএসবিএন ৯৭৮-০-০৭-০৫৮১৫৯-৩।
- 1 2 3 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;pritনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি