বিষয়বস্তুতে চলুন

সাচিতোতো

স্থানাঙ্ক: ১৩°৫৬′ উত্তর ৮৯°২′ পশ্চিম / ১৩.৯৩৩° উত্তর ৮৯.০৩৩° পশ্চিম / 13.933; -89.033
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাচিতোতো
পৌরএলাকা
সাচিতোতো’র গীর্জা
সাচিতোতো’র গীর্জা
সাচিতোতো এল সালভাদোর-এ অবস্থিত
সাচিতোতো
সাচিতোতো
এল সালভাদোরে অবস্থান
স্থানাঙ্ক: ১৩°৫৬′ উত্তর ৮৯°২′ পশ্চিম / ১৩.৯৩৩° উত্তর ৮৯.০৩৩° পশ্চিম / 13.933; -89.033
দেশ এল সালভাদোর
ডিপার্টমেন্টকাস্কাতলান
উচ্চতা১,০৮৬ ফুট (৩৩১ মিটার)
জনসংখ্যা (২০০৭)
 • মোট২৪,৭৮৬

সাচিতোতো (স্পেনীয়: Suchitoto) এল সালভাদোরের কেন্দ্রস্থল কাস্কাতলান ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণাধীন পৌরএলাকা। রাজধানী স্যান সালভাদোর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমদিকে এর অবস্থান। দক্ষিণ-পূর্বাংশে পর্বতময় হলেও উত্তর-পশ্চিমাংশে সমতলভূমি রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে এটি ৩৯১ মিটার উঁচুতে অবস্থিত। ২০০৭ সালের তথ্য অনুযায়ী প্রায় ২৪৭৮৬জন লোক বসবাস করছেন।[১] ঔপনিবেশিক শাসনামলে শহরের প্রধান চত্ত্বরটি গঠিত হয়। ১৮শ শতাব্দীতে স্পেনীয়রা গীর্জা নির্মাণ করে। এল সালভাদোরের মাধ্যমে বহিঃবিশ্বে সাচিতোতো পরিচিতি পেয়েছে মূলতঃ এর গীর্জা ও ছোট ধরনের গোলাকৃতি শক্ত পাথরে গড়া রাস্তার জন্যে।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

দর্শনীয় স্থান হিসেবে রয়েছে লেম্পা নদীতে কৃত্রিমভাবে গড়ে উঠা সাচিতলান হ্রদ। এছাড়াও রয়েছে সেরন গ্রান্দে বাঁধ। সালভাদোরীয়দের কাছে সাপ্তাহিক ছুটি কাটানোর জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান এটি। শিল্পকলা গ্যালারী, সাংস্কৃতিক কেন্দ্র ও হস্তশিল্পজাতদ্রব্যের ন্যায় সুবিস্তৃত কর্মকাণ্ড এখানে পরিচালিত হয়। আরিজোনার প্রেসকট সাচিতোতো’র ভগিনী নগরী। এরফলে উভয় শহরই তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময় করে থাকে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "General Directorate of Statistics and Censuses"। ৩০ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৭ 

আরও দেখুন

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জী

[সম্পাদনা]
  • National Geographic Institute (১৯৮৬)। San Salvador: Lithographic Workshops of the National Geographic Institute, সম্পাদক। Geographical Dictionary of El Salvador, Volume I, A-K 

গ্যালারী চিত্র

[সম্পাদনা]