সাঙ্গলি লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাঙ্গলি লোকসভা কেন্দ্র
অস্তিত্ব১৯৫২-বর্তমান
বর্তমান সাংসদসঞ্জয়কাকা পাতিল
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যমহারাষ্ট্র

সাঙ্গলি লোকসভা কেন্দ্রটি মহারাষ্ট্র রাজ্যের ৪৮ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রেটি মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই নির্বাচনী কেন্দ্রটি সাঙ্গলি জেলায় অবস্থিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল মারাঠি।

মহারাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল সাঙ্গলি লোকসভা আসন। এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

বিধানসভা কেন্দ্র গুলি[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এগুলি হল-[১]

মিরাজ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি সাঙ্গলি জেলায় অবস্থিত।[১]

সাঙ্গলি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি সাঙ্গলি জেলায় অবস্থিত।[১]

পালুস-কড়েগাঁও বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি সাঙ্গলি জেলায় অবস্থিত।[১]

খানাপুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি সাঙ্গলি জেলায় অবস্থিত।[১]

তাসগাঁও-কাবাঠে মহাঙ্কল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি সাঙ্গলি জেলায় অবস্থিত।[১]

জাঠ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি সাঙ্গলি জেলায় অবস্থিত।[১]

সাঙ্গলি লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান ও প্রাক্তন সংসদ[সম্পাদনা]

সাঙ্গলি লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান সংসদ ভারতীয় জনতা পার্টি দলের সদস্য সঞ্জয়কাকা পাতিল [২][৩] এবং যিনি গত দুই বারের সংসদ (২০১৪ ও ২০১৯)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. >"District wise List of Assembly and Parliamentary Constituencies"। Chief Electoral Officer, Maharashtra website। ১৮ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Annasaheb Patil Arthik Vikas Mahamandal Maharashtra Retrieved 18 July 2018.
  3. Yogesh Naik (২৬ ফেব্রুয়ারি ২০১৪)। "NCP MLC Sanjay Patil quits party to join BJP"Mumbai Mirror। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮ 

আরও পড়ুন[সম্পাদনা]

সাতারা লোকসভা কেন্দ্র
মাধা লোকসভা কেন্দ্র

বহিঃসংযোগ[সম্পাদনা]