সাইফুদ্দিন বিলবে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইফুদ্দিন বিলবে
মিশর ও সিরিয়ার মামলুক সুলতান
রাজত্ব৯ অক্টোবর – ৫ ডিসেম্বর ১৪৬৭
পূর্বসূরিসাইফুদ্দিন খুশকদম
উত্তরসূরিতিমুরবুগা
জন্মঅজ্ঞাত
মৃত্যু১৯ সেপ্টেম্বর ১৯৬৮
আলেক্সান্দ্রিয়া

সাইফুদ্দিন বিলবে বা ইয়ালবাই (আরবি: الظاهر سيف الدين بلباي; মৃ. ১৯ সেপ্টেম্বর ১৪৬৮) ছিলেন ১৪৬৭ সালের ৯ অক্টোবর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মিশরের একজন মামলুক সুলতান[১][২]

কর্মজীবন[সম্পাদনা]

বিলবে সার্কাসীয় বংশোদ্ভূত ছিলেন।[৩] মুয়াইয়্যাদ শাইখের শাসনামলে তাকে মিশরে আনা হয়।[৩] তিনি ভূমির মালিক হন এবং বার্সবের অধীনে দশজনের আমির হন, তারপর জাকমাকের অধীনে ড্রামসের আমির হন ।[৩] তিনি মানসুর ফখরুদ্দিন উসমান কর্তৃক বন্দী হন, তারপর সাইফুদ্দিন ইনাল তাকে মুক্ত করেন। পরবর্তীতে তিনি খুশকদমের অধীনে ১৪৬৬ সালের সেপ্টেম্বরে আতাবেগ হন।[৩]

খুশকদমের মৃত্যুর পর ১৪৬৭ সালের অক্টোবরে তিনি সুলতান হন। তার শাসনামলে তিনি তার দাওয়িদার কবির খায়েরবেকের উপর নির্ভরশীল হয়ে পড়েন। যাইহোক, যাহিরি মামলুকরা বিলবে দখল করে এবং ১৪৬৭ সালের ৫ ডিসেম্বর তাকে ক্ষমতাচ্যুত করে, তারপর তিমুরবুগাকে সুলতান ঘোষণা করা হয়।[৩]

বিলবেকে পরে আলেকজান্দ্রিয়াতে বন্দী করা হয়, যেখানে তিনি ১৪৬৮ সালের ১৯ সেপ্টেম্বরে প্লেগ থেকে মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Eduard von Zambaur (১৯৮০)। معجم الأنساب والأسرات الحاكمة في التاريخ الإسلامي للمستشرق زامباور (আরবি ভাষায়)। IslamKotob। পৃষ্ঠা 164। 
  2. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Egypt/3 History"। ব্রিটিশ বিশ্বকোষ09 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 80–130; see page 102, final lines। ...on the 9th of October 1467, when the Atābeg Yelbai was selected by the Mamelukes to succeed him, and was proclaimed sultan with the title of Malik al-Ẓāhir. This person, proving incompetent, was deposed by a revolution of the Mamelukes on the 4th of December 1467 
  3. Natho 2010

সূত্র[সম্পাদনা]

রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
সাইফুদ্দিন খুশকদম
মিশরের মামলুক সুলতান
৯ অক্টোবর–৪ ডিসেম্বর ১৪৬৭
উত্তরসূরী
তিমুরবুগা