সাইদ পাশা কুর্দ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাইদ পাশা কুর্দ (সুলায়মানিয়াহ ১৮৩৪ – ২০ অক্টোবর ১৯০৭ কনস্ট্যান্টিনোপল), সুলায়মানিয়াহের হুসেন পাশার পুত্র ও অটোমান স্টেটসম্যান।[১]

পরিবার[সম্পাদনা]

তিনি ছিলেন কুর্দ আহমেত ইজ্জত পাশার ভাই এবং মোস্তফা ইয়ামুলকির শ্যালক, আরিফ পাশা এবং কুর্দ ফুয়াদ পাশার বাবা এবং আবদুল আজিজ ইয়ামুল্কির মামা।[১]

পদ[সম্পাদনা]

বিভিন্ন প্রশাসনিক পদে অধিষ্ঠিত হওয়ার পরে তিনি আর্কিপেলাগো (১৮৮১) এর গভর্নর-জেনারেল, পররাষ্ট্রমন্ত্রী (১৮৮১), বার্লিনে রাষ্ট্রদূত (১৮৮৩) এবং আবারও পররাষ্ট্রমন্ত্রী হন।[১] এরপরে তিনি কাউন্সিল অফ স্টেটের সভাপতি ছিলেন, এই পদে তিনি মৃত্যুর আগ পর্যন্ত থেকেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Said Pasha Kurd"। ব্রিটিশ বিশ্বকোষ23 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 1008।