সম্মিলিত সামরিক হাসপাতাল (ঢাকা)
অবস্থান | ঢাকা সেনানিবাস, ঢাকা , |
---|---|
সংক্ষিপ্ত নাম | সিএমএইচ |
অধিভুক্তি | বাংলাদেশ সামরিক বাহিনী |
ওয়েবসাইট | www.army.mil.bd |
সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা হল ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি হাসপাতাল।[১][২] এটি বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালের চেইনের একটি।[৩]
বিবরণ
[সম্পাদনা]সমস্ত সামরিক কর্মকর্তা (সেনা, বিমান, নৌ) বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এখান থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেয়ে থাকেন। এখানকার সব ডাক্তার সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এএফএমসি / এএমসি স্নাতক। সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও চিকিৎসা খরচ বহন সাপেক্ষে বেসামরিক ব্যক্তিরাও সেবা গ্রহণ করতে পারেন।
চিকিৎসা
[সম্পাদনা]সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকার বিএমটি সেন্টারে রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে। এখানে ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর ব্যয়বহুল চিকিৎসার তুলনায় ব্লাড ক্যান্সার ও রক্ত সংক্রান্ত রোগের চিকিৎসা কম খরচে করা যায়। নতুন প্রতিষ্ঠিত বিএমটি সেন্টারে বিএমটি ল্যাব, একটি বিশেষ হ্যামাটোলোজি ওয়ার্ড, স্টেম সেল ল্যাব, এ্যাপারসিস রুম, এইচইপিএ ফিল্টার/এইচভিএসি সিস্টেম এবং ব্লাড ব্যাংকসহ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। এতে বেসামরিক ও সামরিক উভয় ধরনের রোগীই চিকিৎসা পায়।[৪][৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Sylhet blast: Injured Rab Intel chief Azad dies"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-৩১। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-৩০।
- ↑ "Dhaka café attackers buried as none claims bodies"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৯-২২। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-৩০।
- ↑ "সিএমএইচ ঢাকা ও বিএসএমএমইউ হাসপাতাল এর মধ্যে কিডনী প্রতিস্থাপন বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুিষ্ঠত"। আইএসপিআর। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮।
- ↑ "সিএমএইচে বেসামরিক শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের জন্যও চিকিৎসা"। এনটিভি। ২০১৯-০৭-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮।
- ↑ "নিঃসন্তান দম্পতির চিকিৎসায় সিএমএইচ-এর ফার্টিলিটি সেন্টার"। বাংলা ট্রিবিউন। ২০১৯-০৭-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮।
- ↑ "সিএমএইচ ফার্টিলিটি সেন্টারে বেসামরিক পরিসরে চিকিৎসা"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৮।
বাংলাদেশের হাসপাতাল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |