সমুদ্র খাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সমুদ্র খাত

সমুদ্রের তলদেশের ভূমিতে যেসব খাড়া ঢাল বিশিষ্ট গভীর ও সরু অংশ রয়েছে তাদেরকে সমুদ্র খাত বলা হয়। সমুদ্র খাতই ভূ-ত্বকের সবচেয়ে গভীর অংশ। এই খাতগুলো স্বল্প পরিসর এলাকা নিয়ে অবস্থান করলেও এদের গভীরতা অস্বাভাবিক বেশি হয়ে থাকে।

প্রধান বৈশিষ্ট্য[সম্পাদনা]

সমুদ্র খাতের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছেঃ

  • এটি খাড়া ঢাল বিশিষ্ট হয়ে থাকে;
  • এর গভীরতা অধিক হয়ে থাকে;
  • এগুলো কমপক্ষে ৫,৪০০ মিটার গভীর হয়ে থাকে;
  • সাধারণতঃ দু'টি প্লেট যেখানে পরস্পর যুক্ত হয় সেখানে এদের অবস্থান দেখা যায়;
  • এগুলো স্বল্প পরিসর নিয়ে অবস্থান করে।

প্রধান প্রধান সমুদ্র খাত[সম্পাদনা]

প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র খাত মারিয়ানা ট্রেঞ্চ[সম্পাদনা]

আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র খাত পুয়ের্তো রিকো খাত[সম্পাদনা]

ভারত মহাসাগরীয় সমুদ্র খাত[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]