বিষয়বস্তুতে চলুন

সফটুনস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সফটুনস এন্টারটেনমেন্ট মিডিয়া এলএলপি
ধরনকার্টুন
শিল্পকার্টুন অ্যানিমেশন
প্রতিষ্ঠাকাল২০০১
প্রতিষ্ঠাতাসৌরভ মন্ডল
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
সৌরভ মন্ডল
মালিকসৌরভ মন্ডল
ওয়েবসাইটhttps://www.ssoftoons.com

সফটুনস এন্টারটেনমেন্ট মিডিয়া এলএলপি হলো ২০০১ সালে সৌরভ মন্ডল কর্তৃক প্রতিষ্ঠিত ভারতের কলকাতায় অবস্থিত একটি কার্টুন অ্যানিমেশন স্টুডিও; যেখানে কার্টুন চলচ্চিত্র, কার্টুন ভিডিও, কার্টুন ধারাবাহিক, ইত্যাদি নির্মিত হয়ে থাকে। সৌরভ মন্ডল সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং সিইও। গোপাল ভাঁড়, নন্টে ফন্টে, নাট বল্টু, পাণ্ডব গোয়েন্দার মতো কার্টুন ধারাবাহিক নির্মাণ করেছে এই স্টুডিও তথা সংস্থাটি।[১][২]

বিষয়বস্তু[সম্পাদনা]

সৌরভ মন্ডল ২০০১ সালে সফটুনস প্রতিষ্ঠিত করেন। এটি সনি আট, সনি পল, সনি ইয়ায়, আকাশ ৮ টিভি চ্যানেলের জন্য কার্টুন চলচ্চিত্র ও ধারাবাহিক নির্মাণ করে থাকে। এখনও পর্যন্ত এগুলো নির্মিত হয়ে চলেছে, যেমন- সনি আটের জন্য গোপাল ভাঁড়, নাট বল্টু, পঞ্চতন্ত্রের মন্ত্র, ইত্যাদি।

কার্টুন ধারাবাহিকের তালিকা[সম্পাদনা]

  • ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু
  • নন্টে ফন্টের নানান কীর্তি
  • গোপাল ভাঁড়
  • পান্ডব গোয়েন্দা
  • ঝোলমাল
  • পাপ ও মিটার
  • পঞ্চ তন্ত্রের মন্ত্র
  • নাট বল্টু

কার্টুন ভিডিওর তালিকা[সম্পাদনা]

  • পরশ পাথর

বর্তমানে[সম্পাদনা]

২০১৫ সালে "সফটুনস অ্যানিমেশন" নামে একটি ইউটিউব চ্যানেল শুরু করে, সেখানে নির্মিত বাংলা কার্টুন ভিডিও গুলিকে প্রকাশ করে। বাংলা ভাষা ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ভাষায় ডাবিং করিয়েও প্রকাশ করে। "সফটুনসপ্লাস" নামে এটির একটি ওটিটি প্লাটফ্রমও রয়েছে, যেটি ১৩ আগস্ট ২০২২ এ গুগল প্লে স্টোরে মুক্তি পায়।[৩]

পুরস্কার[সম্পাদনা]

  • ২০০৩ সালে "এটিএন কলকাতা" থেকে সেরা অ্যানিমেশন পুরস্কার
  • ইউটিউব থেকে ৪টি গোল্ড প্লে বাটন পুরস্কার
  • ইউটিউব থেকে ৬টি সিলভার প্লে বাটন পুরস্কার

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. PR, ANI; PR, ANI (২০২২-০৮-৩১)। "Ssoftoons launches India's first 'Animation for All' OTT platform, SsoftoonsPlus"ThePrint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩১ 
  2. "Business News | Ssoftoons Launches India's First 'Animation for All' OTT Platform, SsoftoonsPlus"LatestLY (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩১ 
  3. "Ssoftoons Animation - YouTube"www.youtube.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]