সপ্তমী (তিথি)
অবয়ব
সপ্তমী হল হিন্দু পঞ্জিকার চান্দ্র পাক্ষিকের (পক্ষ) সপ্তম দিন (তিথি)।[১][২] প্রতি মাসে দুটি সপ্তমী থাকে, যথাক্রমে শুক্ল ও কৃষ্ণ পক্ষের সপ্তম দিন।
উৎসব
[সম্পাদনা]- রথসপ্তমী: সূর্য রূপে বিষ্ণু, সাধারণত এই উপলক্ষে পূজা করা হয়। সাধারণত, রথসপ্তমী গৃহে শুদ্ধি স্নানের মাধ্যমে শুরু হয় স্নানের সময় মাথায় কয়েকটি বিল্ব পাতা ধরে রেখে এবং এমন শ্লোক উচ্চারণ করে যা বছরের বাকি সমস্ত সময়ে দেবতার কৃপাকে আহ্বান করে বলে মনে করা হয়। এর মধ্যে 'নৈবেদ্যম', ফুল ও ফল দিয়ে পূজা করাও জড়িত।
- নবরাত্রি: নবরাত্রির সপ্তম দিন কালরাত্রি পূজা হয়।
- জলরাম বাপার জন্মদিনটি কার্তিক মাসের সপ্তমী শুক্লপক্ষে পড়ে এবং জলরাম জয়ন্তী হিসেবে পালিত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Monier-Williams, Sir Monier (১৮৭২)। A Sanskṛit-English Dictionary Etymologically and Philologically Arranged: With Special Reference to Greek, Latin, Gothic, German, Anglo-Saxon, and Other Cognate Indo-European Languages (ইংরেজি ভাষায়)। Clarendon Press। পৃ. ১০৬৫।
- ↑ Rao, S. Balachandra (২০০০)। Indian Astronomy: An Introduction (ইংরেজি ভাষায়)। Universities Press। পৃ. ৬৫। আইএসবিএন ৯৭৮-৮১-৭৩৭১-২০৫-০।
| হিন্দুধর্ম ও ধর্মতত্ব বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |