বিষয়বস্তুতে চলুন

সংশ্লেষণ দশা (এস ফেইজ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিডিং ও লেগিং সূত্রের অসম সংশ্লেষ

কোষ চক্রের যে পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হয়, তাকে সংশ্লেষ দশা বলে। এ পর্যায়টি G1

দশাএবং" > দশার মধ্যে ঘটে। [] জিনোমের সঠিক অনুলিপন আদর্শ কোষ বিভাজনের জন্য গুরুত্বপূর্ণ, তাই এ দশায় সম্পাদিত প্রক্রিয়াগুলি সঠিকভাবে নিয়ন্ত্রিত এবং সংরক্ষণ করা হয়।

প্রবিধান

[সম্পাদনা]

G1 দশার রেস্ট্রিকসন পয়েন্ট (R) দ্বারা সংশ্লেষ দশার সূচনা নিয়ন্ত্রিত হয়, যা কোষ-চক্রের বাকি অংশে পর্যাপ্ত পুষ্টি এবং বৃদ্ধির সংকেত বহন করে। [] এ প্রক্রিয়াটি মূলত অপরিবর্তনীয় এবং পরিবেশগত প্রতিকূলতা সত্ত্বেও

রেস্ট্রিকশন পয়েন্ট অতিক্রম করার পরে কোষটি সংশ্লেষ দশায় অগ্রসর। হয়


পরিবেশগত অবস্থা প্রতিকূল হয়ে গেলেও সেলটি এস-ফেজের মাধ্যমে অগ্রসর হবে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. David, Morgan (২০০৭)। The cell cycle : principles of control। Oxford University Press। আইএসবিএন 978-0199206100ওসিএলসি 813540567 
  2. Pardee, Arthur B.; Blagosklonny, Mikhail V. (২০১৩)। The Restriction Point of the Cell Cycle। Landes Bioscience।