সংযুক্ত আরব আমিরাতে বহুবিবাহ
অবয়ব
বহুবিবাহ ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতে বৈধ।[১][২] মুসলিম বহুবিবাহ অনুশীলন এবং আইনে সমগ্র ইসলামি বিশ্বে ব্যাপকভাবে ভিন্ন। কিছু মুসলিম দেশে বহুবিবাহ তুলনামূলকভাবে সাধারণ, যখন বেশিরভাগ অন্যান্য দেশে এটি প্রায়ই বিরল বা অস্তিত্বহীন। পশ্চিম আফ্রিকায় (যেখানে এটি অমুসলিমদের দ্বারাও ব্যাপকভাবে চর্চা করা হয়), পাশাপাশি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো কিছু ঐতিহ্যবাদী আরব রাষ্ট্রে বহুবিবাহ সবচেয়ে বেশি চর্চা করা হয়।
সাধারণভাবে ইসলামে বহুবিবাহের মতো পুরুষদের চারটি পর্যন্ত স্ত্রীর অনুমতি দেওয়া হয় এবং মহিলাদের একাধিক স্বামীর অনুমতি দেওয়া হয় না।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Publishing, Explorer (৩০ নভেম্বর ২০০৬)। Dubai: The Complete Residents' Guide। Explorer Publishing & Distribution। পৃ. ২৫–। আইএসবিএন ৯৭৮৯৭৬৮১৮২৭৬০। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৩।
- ↑ Incorporated, Facts On File (২০০৮)। United Arab Emirates। Infobase Publishing। পৃ. ৬৫–। আইএসবিএন ৯৭৮১৪৩৮১০৫৮৪০। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৩।