শ্বেতা চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্বেতা চৌধুরী
ব্যক্তিগত তথ্য
জন্ম নামশ্বেতা চৌধুরী
পূর্ণ নামশ্বেতা সিং
জাতীয় দল ভারত
জন্ম (1986-07-03) ৩ জুলাই ১৯৮৬ (বয়স ৩৭)
ফরিদাবাদ, হরিয়ানা
শিক্ষাকলা স্নাতক
মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান
কার্যকাল১৯৯৮-বর্তমান
উচ্চতা১৭০ সেমি
ওজন৬৫ কেজি
দাম্পত্য সঙ্গীসিং প্রশান্ত
(বি. ২০১৩)
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াশ্যুটিং
অবস্থান৬ (১লা এপ্রিল ২০১০)
বিভাগ
প্রশিক্ষক
  • লিম জাং সো
  • রমেশ চৌধুরী
  • প্রশান্ত সিং
পদকের তথ্য
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
শ্যুটিং
এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১২ দোহা মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল(দল)
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৪ কুয়ালালামপুর মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল(দল)
এশিয়ান গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৬ দোহা ১০ মিটার এয়ার পিস্তল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৪ ইনছন ১০ মিটার এয়ার পিস্তল
এশিয়ান এয়ার গান চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৫ ব্যাংকক ১০ মিটার এয়ার পিস্তল
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৫ ব্যাংকক ১০ মিটার এয়ার পিস্তল(দল)
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৫ দিল্লি ১০ মিটার এয়ার পিস্তল(দল)
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১১ কুয়েত ১০ মিটার এয়ার পিস্তল(দল)
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৪ কুয়েত ১০ মিটার এয়ার পিস্তল(দল)
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৫ দিল্লি ১০ মিটার এয়ার পিস্তল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৯ দোহা ১০ মিটার এয়ার পিস্তল(দল)
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১২ নানজিং ১০ মিটার এয়ার পিস্তল(দল)
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৩ তেহরান ১০ মিটার এয়ার পিস্তল(দল)
কমনওয়েলথ গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০২ ম্যাঞ্চেস্টার ১০ মিটার এয়ার পিস্তল(দল)
কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৫ মেলবোর্ন ১০ মিটার এয়ার পিস্তল)(ব্যাজ)
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১০ দিল্লি ১০ মিটার এয়ার পিস্তল
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১০ দিল্লি ১০ মিটার এয়ার পিস্তল(দল)
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১০ দিল্লি ১০ মিটার এয়ার পিস্তল (ব্যাজ)
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৫ মেলবোর্ন ১০ মিটার এয়ার পিস্তল(দল)
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৫ মেলবোর্ন স্পোর্ট পিস্তল (দল)
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০১ বিসলে ১০ মিটার এয়ার পিস্তল(দল)
দক্ষিণ এশিয়ান গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৮ ইসলামাবাদ ১০ মিটার এয়ার পিস্তল
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৮ ইসলামাবাদ ১০ মিটার এয়ার পিস্তল(দল)
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৮ ইসলামাবাদ স্পোর্ট পিস্তল (টিম)
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৬ গুয়াহাটি ১০ মিটার এয়ার পিস্তল)
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৬ গুয়াহাটি ১০ মিটার এয়ার পিস্তল(দল)
দক্ষিণ এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৮ ইসলামাবাদ স্পোর্ট পিস্তল
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৮ ইসলামাবাদ স্পোর্ট পিস্তল (দল)
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৯ ঢাকা ১০ মিটার এয়ার পিস্তল(দল)
স্বর্ণ পদক - প্রথম স্থান 2009 ঢাকা স্পোর্ট পিস্তল (দল)
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2009 ঢাকা স্পোর্ট পিস্তল
বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৭ ব্যাংকক ১০ মিটার এয়ার পিস্তল
হাঙ্গেরিয়ান ওপেন
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৭ হাঙ্গেরি ১০ মিটার এয়ার পিস্তল
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৯ হাঙ্গেরি ১০ মিটার এয়ার পিস্তল)
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৯ হাঙ্গেরি ১০ মিটার এয়ার পিস্তল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৮ হাঙ্গেরি ১০ মিটার এয়ার পিস্তল
মিউনিখ ওপেন
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৬ মিউনিখ ১০ মিটার এয়ার পিস্তল
গ্র্যান্ড প্রিক্স
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১২ তেহরান ১০ মিটার এয়ার পিস্তল
মিটিং অফ দ্য শ্যুটিং হোপস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৫ চেক প্রজাতন্ত্র স্পোর্ট পিস্তল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০০ চেক প্রজাতন্ত্র স্পোর্ট পিস্তল (দল)
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৪ চেক প্রজাতন্ত্র এয়ার পিস্তল(দল)
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৫ চেক প্রজাতন্ত্র স্পোর্ট পিস্তল (দল)
আইএসএসএফ জুনিয়র কাপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০২ সুহল ১০ মিটার এয়ার পিস্তল(দল)
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৪ সুহল ১০ মিটার এয়ার পিস্তল
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৪ সুহল ১০ মিটার এয়ার পিস্তল(দল)

শ্বেতা চৌধুরী (জন্ম ৩রা জুলাই ১৯৮৬) একজন ভারতীয় ক্রীড়া শ্যুটার যিনি ১০ মিটার এয়ার পিস্তল এবং ২৫ মিটার স্পোর্টস পিস্তল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।[৩][৪][৫]

২০১৫ সালে, এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন শ্বেতা

২০১৪ সালে, ইন্‌ছনে ২০১৪ এশিয়ান গেমসে, শ্বেতা মহিলাদের এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ফাইনালে তিনি ১৭৬.৪ পয়েন্ট স্কোর করেছিলেন। এই গেমে এটি ছিল ভারতের প্রথম পদক।[৬][৭]

২০০৯ সালে, দোহায়, ২০০৯ এশিয়ান এয়ার গান চ্যাম্পিয়নশিপে শ্বেতা ফাইনালে ৩৮১ পয়েন্ট নিয়ে এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[৮]

খেলোয়াড় জীবন[সম্পাদনা]

শ্বেতা ১৯৯৭ সাল থেকে একজন অনুশীলনকারী ক্রীড়া শ্যুটার ছিলেন। তখন তিনি ৫ম শ্রেণীতে পড়তেন। এক বছরের মধ্যে তিনি সিনিয়র জাতীয় দলে জায়গা করে নেন। ২০০০ সালে, ১৪ বছর বয়সে, তিনি রেকর্ড ব্রেকিং ফলাফল করে সিনিয়র জাতীয় চ্যাম্পিয়ন হন।[তথ্যসূত্র প্রয়োজন] ২০০৬ সালে ওএনজিসি দ্বারা সমর্থিত না হওয়া পর্যন্ত তিনি হরিয়ানা রাজ্যের হয়ে খেলেছিলেন। তিনি শিলা কানুনগোর সাথে, ম্যানচেস্টারে অনুষ্ঠিত ২০০২ কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জিতেছিলেন।

শ্বেতার অন্যান্য উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে ২০০৬ সালে ১৫তম এশিয়ান গেমসে রৌপ্য পদক (দল) জেতা। এছাড়াও তিনি ২০১৪ সালে ইন্‌ছনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে একটি ব্যক্তিগত ব্রোঞ্জ পদক জিতেছিলেন।[৯] তিনি ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ভারতের নতুন দিল্লিতে ৮ম এশিয়ান এয়ারগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে একটি পৃথক রৌপ্য পদক জিতেছিলেন।

শ্বেতা এয়ার পিস্তলে ছয়বারের জাতীয় চ্যাম্পিয়ন। তাঁর পদকের ঝুলিতে প্রায় ১১৭টি জাতীয় এবং ৪৩টি আন্তর্জাতিক পদকের সংগ্রহ রয়েছে। এর মধ্যে আছে ২০০৪ সালে, পাকিস্তানে স্যাফ গেমসে ৩টি স্বর্ণ পদক, ২০১০ সালে নতুন দিল্লিতে ৮ম কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ৩টি স্বর্ণ পদক। সেখানে তিনি একটি ব্যক্তিগত স্বর্ণ পদক, একটি ব্যক্তিগত ব্যাজ পদক এবং পুষ্পাঞ্জলি রানার সাথে একটি যুগ্ম ইভেন্ট জিতেছিলেন। তিনি ভারতের গুয়াহাটিতে ২০১৬ সালের ১২তম স্যাফ গেমসে ২টি স্বর্ণপদক (ব্যক্তিগত এবং দল) জিতেছেন। তিনি অলিম্পিক গোল্ড কোয়েস্ট নামক অলাভজনক সংস্থা দ্বারা সমর্থিত।

পুরস্কার[সম্পাদনা]

২০০৪ সালে, হরিয়ানা সরকার শ্বেতাকে পিস্তল শ্যুটিংয়ে শ্রেষ্ঠত্বের জন্য ভীম পুরস্কারে ভূষিত করে।[১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "बेटी को एशियाड में मिला मेडल तो घर में छाई खुशी की खुमारी, देखें जश्न की तस्वीरें" [Shweta Chaudhary Won Bronze Medal In Asiad Games, Faridabad Haryana]। bhaskar.com (Hindi ভাষায়)। ২১ সেপ্টেম্বর ২০১৪। 
  2. "Shweta Chaudhry"। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২৩ 
  3. "Shweta Chaudhary"OlympicGoldQuest.in। ২২ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৪ 
  4. DelhiSeptember 22, IndiaToday in New। "Red tape woes: 4 Indian shooters offloaded from flight to Asian Games"India Today (ইংরেজি ভাষায়)। 
  5. Chaudhary, Swetha। "Asian Games bronze redemption for Shweta Chaudhary - Times of India"The Times of India 
  6. "Asian Games: Shooter Shweta Chaudhry Bags India's First Medal"NDTV.com। ২০ সেপ্টেম্বর ২০১৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৪ 
  7. Chaudhary, Shweta (২০ সেপ্টেম্বর ২০১৪)। "17th Asian Games: Shooter Shweta Chaudhry wins bronze in 10m Air Pistol"The Economic Times 
  8. "Indian Women Win Bronze at Asian Air Gun Meet"Rediff.com। ২১ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২১ ডিসে ২০০৯ 
  9. "Asian Games: Shooter Jitu Rai Bags Gold, Shweta Chaudhary Wins Bronze"Deccan Chronicle। ২০ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬ 
  10. "Shweta Chaudhary: Pistol Shooter Profile, Biography, Career Info, Achievements"Birthdays in sports (ইংরেজি ভাষায়)। ২০১৬-১০-২৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১০