শোভিতা ধুলিপালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শোভিতা ধুলিপালা
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপা লাভের পর শোভিতা ধুলিপালা
জন্ম (1993-05-31) ৩১ মে ১৯৯৩ (বয়স ৩০)
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০১২–বর্তমান
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
প্রধান
প্রতিযোগিতা
মিস আর্থ ইন্ডিয়া ২০১৩

শোভিতা ধুলিপালা (জন্ম: ৩১শে মে ১৯৯৩) হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল। তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন এবং মিস আর্থ ২০১৩-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন; যেখানে তিনি জয়লাভ করেছেন।[১] তিনি অনুরাগ কাশ্যপের থ্রিলার চলচ্চিত্র রমন রাঘব ২.০ (২০১৬)-এ অভিনয় করার মাধ্যমে তিনি বলিউড জগতে অভিষেক করেছেন। অতঃপর তিনি তেলুগু গুপ্তচর চলচ্চিত্র গুডাচারি (২০১৮) এবং অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ মেড ইন হেভেন (২০১৯) এ অভিনয় করেছেন।[২][৩]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

শোভিতা ধুলিপালা ১৯৯৩ সালের ৩১শে মে তারিখে ভারতের অন্ধ্রপ্রদেশের তেনালীর এক তেলুগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[৪][৫][৬] তিনি বিশাখাপত্তনমে তাঁর শৈশব অতিবাহিত করেছেন। তিনি চলচ্চিত্রের তাঁর কর্মজীবন অনুসরণ করার জন্য এবং মুম্বই বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচ.আর. কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স-এ পড়াশোনা করার জন্য মুম্বই চলে আসেন। তিনি ভরতনাট্যম এবং কুচিপুড়িতে প্রশিক্ষিত একজন ধ্রুপদী নৃত্যশিল্পী।[৭]

পেশাজীবন[সম্পাদনা]

ফেমিনা মিস ইন্ডিয়া দক্ষিণ ২০১৩-এর যৌথ বিজয়ী হয়ে তিনি ফেমিনা মিস ইন্ডিয়ার এক আঞ্চলিক প্রতিযোগী হিসেবে ফেমিনা মিস ইন্ডিয়ার ৫০তম বছরের শীর্ষ ২৩-এ সরাসরি প্রবেশাধিকার লাভ করেন। তিনি মিস স্টাইলিশ হেয়ার, মিস অ্যাডভেঞ্চারাস, মিস ফ্যাশন আইকন, মিস ট্যালেন্ট এবং মিস ডিজিটাল ডিভার মতো খেতাব জয় করেছেন। পরবর্তীকালে, তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩ প্রতিযোগিতার বিজয়ী নির্বাচিত হন। অতঃপর তিনি কিংফিশার ক্যালেন্ডার ২০১৪-এ একজন মডেল হিসেবে হাজির হয়েছিলেন।[৮]

২০১৬ সালে অনুরাগ কাশ্যপের থ্রিলার চলচ্চিত্র রমন রাঘব ২.০ (২০১৬)-এ অভিনয় করার মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছেন[৯] এবং ২০১৬ সালের জুলাইয মাসে কাশ্যপের প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মসের সাথে তিন-চলচ্চিত্রের একটি চুক্তি স্বাক্ষর করেন।[১০][১১] রমন রাঘব ২.০ চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসব ২০১৬-এর "ডাইরেক্টর'স ফোর্টনাইট"-এ প্রদর্শিত হয়েছিল, যেখানে তিনি "সেরা পার্শ্ব অভিনেত্রী (সমালোচক)" বিভাগে মনোনীত ছিলেন। ২০১৬ সালের আগস্ট মাসের শুরুতে, তিনি অক্ষত বর্মা পরিচালিত কলাকান্দি এবং রাজা মেনন পরিচালিত শেফ এ অভিনয় করেছেন। উভয় চলচ্চিত্রে তিনি সাইফ আলি খানের বিপরীতে অভিনয় করেছেন।[১২][১৩] ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে, তিনি অদিভি শেস অভিনীত তাঁর প্রথম তেলুগু চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন।[১৪]

২০১৯ সালে, তিনি অ্যামাজন প্রাইমের মূল সিরিজ মেড ইন হ্যাভেনের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসাবে অভিনয় করেছিলেন।[১৫] অতঃপর একই বছর তিনি বার্ড অফ ব্লাড নামক একটি ভারতীয় কল্পিত গুপ্তচর থ্রিলার টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন; যেটি নেটফ্লিক্সে প্রচার করা হয়েছে। এই টেলিভিশন ধারাবাহিকটি ২০১৫ সালে একই নামে প্রকাশিত একটি গুপ্তচর উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে।[১৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Miss "India Diaries: I planted 30 saplings on World Environment Day, says Sobhita!" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Anurag Kashyap is all praises for 'Raman Raghav 2.0' actress Sobhita Dhulipala"। ২৬ জুন ২০১৬। 
  3. "'Made in Heaven' trailer: Big fat weddings and secrets in Amazon Prime Original series"Scroll। ১৪ ফেব্রুয়ারি ২০১৯। 
  4. "No "matter where I am, I will be a Telugu ammayi, who craves pappu-annam: Sobhita Dhulipala" 
  5. "I "embody the spirit of Vizag: Sobhita Dhulipala" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "Happy Birthday Sobhita Dhulipala: The Telugu girl is creating a striking impact in Indian cinema"The Times of India (ইংরেজি ভাষায়)। ৩১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০ 
  7. "I want to try everything, says Raman Raghav 2.0 actor Sobhita Dhulipala"। ২৬ জুন ২০১৬। 
  8. "Sobhita "Dhulipala-Kingfsher Calendar" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "Sobhita’s "dream debut in 'Raman Raghav 2.0'"। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০ 
  10. "Anurag "Kashyap's faith in me valuable: Sobhita Dhulipala"। ৩ সেপ্টেম্বর ২০১৬। 
  11. "Raman Raghav 2.0 actor Sobhita Dhulipala and Phantom Films sign three-film deal"India Today (ইংরেজি ভাষায়)। ১৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯ 
  12. "Sobhita "Dhulipala bags her next Bollywood project" 
  13. "Saif's finally found his close buddy" 
  14. "Sobhita "Dhulipala all set for a T'town debut" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  15. DelhiApril 4, Indo-Asian News Service New; April 4, Indo-Asian News Service New; Ist, Indo-Asian News Service New। "Made In Heaven's Sobhita Dhulipala aka Tara becomes breakout star of IMDb"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৯ 
  16. Keshri, Shweta (২৫ সেপ্টেম্বর ২০১৯)। "Sobhita Dhulipala on Bard of Blood: Did not know my name was changed from Isha Khan to Khanna"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
প্রাচী মিশ্র
মিস আর্থ ইন্ডিয়া
২০১৩
উত্তরসূরী
অলঙ্কৃতা সাহায়