শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের তালিকা
অবয়ব
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(ডিসেম্বর ২০২১) |
বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রের তালিকা হিসাবে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রসমূহের সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো।
নাম | ইংরেজিতে নাম | পরিচালক / নির্মাতা | সাল | বিষয়বস্তু | সূত্র |
---|---|---|---|---|---|
রহমান, দ্যা ফাদার অফ বেঙ্গল | নাগাসি ওশিমা (জাপান) | ১৯৭৩ | ব্যক্তি জীবন, প্রাত্যহিক কর্মকাণ্ড ও পরবর্তী পরিকল্পনা সম্পর্কিত | ||
বাংলাদেশ | Bangladesh | এবিসি টিভি (যুক্তরাষ্ট্র) | ১৯৭২ | দেশ গঠনের কর্মকাণ্ড সম্পর্কিত | |
ডেভিড ফ্রস্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ | ডেভিড ফ্রস্ট (যুক্তরাজ্য) | সাক্ষাৎকার ভিত্তিক | |||
বঙ্গবন্ধুর জাপান সফর | Welcome Bangabandhu | মাইনিচি প্রোডাকশনস (জাপান) | ১৯৭৩ | জাপানে শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রীয় সফর | |
চিরঞ্জীব বঙ্গবন্ধু | Chironjib Bangabandhu | এম আর আখতার মুকুল | ১৯৯৬ | শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম | |
দ্যা স্পিচ | ফাখরুল আরেফীন খান | ৭ই মার্চের ভাষণের বিশ্লেষণ | |||
"পলাশি থেকে ধানমন্ডি" | আব্দুল গাফফার চৌধুরী (বাংলাদেশ) | ২০০৭ | ১৫ই আগস্টের ঘটনা সম্পর্কিত | [১] | |
বঙ্গবন্ধু বাংলাদেশ | বিশ্বজিত সাহা ও শ্যামল দত্ত (বাংলাদেশ) | ||||
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয় | সৈয়দ সাবাব আলী আরজু (বাংলাদেশ) | ২০২১ | শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশের স্বাধীনতা | ||
আগস্ট ১৯৭৫ | August 1975 (film) | শাপলা মিডিয়া | ২০২১ | [২][৩] | |
টুঙ্গিপাড়ার মিয়া ভাই | Tungiparar Miya Bhai | শাপলা মিডিয়া | ২০২১ | [৪] | |
মুজিব: একটি জাতির রূপকার | Mujib: The Making of a Nation | শ্যাম বেনেগল (ভারত) | ২০২৩ | [৫][৬][৭][৮] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ পাণ্ডে, গৌতম (১১ আগস্ট ২০১৬)। "সেলুলয়েডে বঙ্গবন্ধু"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০।
- ↑ সিদ্দিক, হাবিবুল্লাহ (১৫ আগস্ট ২০২০)। "'August 1975' awaits censor board approval" [সেন্সর বোর্ড ছাড়পত্রের অপেক্ষায় ‘আগস্ট ১৯৭৫’] (ইংরেজি ভাষায়)। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড | গ্লিটজ। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "'আগস্ট ১৯৭৫' চলচ্চিত্রের টিজার ও পোস্টার প্রকাশ"। বাংলানিউজ২৪। ৬ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "উল্টো হল কমলো শান্ত-দীঘির!"। বাংলা ট্রিবিউন। ২০২১-০৪-০২। ২০২২-০৩-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০৩।
- ↑ কাদের, মনজুর; ভট্টাচার্য, দেবারতি (২১ জানুয়ারি ২০২০)। "বঙ্গবন্ধুর বায়োপিক, আসছে আগামী বছরের মার্চে"। ঢাকা, মুম্বাই: প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ ঘোষ, শুভ্রজ্যোতি (৭ অক্টোবর ২০১৮)। "শেখ মুজিবের বায়োপিকে অভিনয়ের জন্য 'রোগা চেহারার বঙ্গবন্ধু' খুঁজছেন পরিচালক শ্যাম বেনেগাল"। দিল্লি: বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "বিনোদন: বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ও ভারতের ছবি"। প্রথম আলো। ১৬ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "ঢালিউড: বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে ঢাকায় ব্যস্ত শ্যাম বেনেগাল"। প্রথম আলো। ৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২০।