শিশির (হিন্দু ঋতু)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিশির মাসে পোঙ্গল উৎসব পালিত হয়।

শিশির হল হিন্দু পঞ্জিকার শীতকাল[১] এটি হিন্দু পঞ্জিকার পৌষ ও মাঘ মাস এবং গ্রেগরীয় বর্ষপঞ্জির জানুয়ারি থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত পড়ে।[২]

শিশির ছয়টি ঋতুর মধ্যে একটি, প্রতিটি দুই মাস স্থায়ী হয়, অন্যগুলো হচ্ছে-  বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শারদ এবং হেমন্ত[২] এর আগে হেমন্ত এবং পরে বসন্ত ঋতু।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Fischer, Luke; Macauley, David (২০২১-০৭-০১)। The Seasons: Philosophical, Literary, and Environmental Perspectives (ইংরেজি ভাষায়)। State University of New York Press। পৃষ্ঠা 43। আইএসবিএন 978-1-4384-8426-6 
  2. Klostermaier, Klaus K. (২০১০-০৩-১০)। A Survey of Hinduism: Third Edition (ইংরেজি ভাষায়)। State University of New York Press। পৃষ্ঠা 492। আইএসবিএন 978-0-7914-8011-3 

উৎস[সম্পাদনা]