শিলং লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিলং লোকসভা কেন্দ্র
মেঘালয়ের লোকসভা কেন্দ্রসমূহ ও ১ নং স্থানে শিলং
অস্তিত্ব১৯৫৭-বর্তমান
সংরক্ষণতফসিলি উপজাতি
বর্তমান সাংসদভিনসেন্ট পালা
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
নির্বাচনের বছর২০১৯
রাজ্যমেঘালয়
মোট ভোটদাতা৯৮০,৭৪০ (২০১৪) [১]
বিধানসভা কেন্দ্র৩৬ টি

শিলং লোকসভা কেন্দ্রটি উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের ২টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫৭ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি তফসিলি উপজাতিদের জন্য সংক্ষরিত একটি আসন এবং মোট ৩৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল ইংরাজী। এই লোকসভা কেন্দ্রে ২০১৪ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ৯৮০,৭৪০ জন।

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি মেঘালয়ের সম্পূর্ণ পূর্ব খাসি, পশ্চিম খাসি, দক্ষিণ পশ্চিম খাসি, রী ভোঈ, পূর্ব জৈন্তিয়া এবং পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত।[২][৩][৪]

ইতিহাস[সম্পাদনা]

শিলং লোকসভা কেন্দ্রে ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ১৯৫৭ খ্রিস্টাব্দ থেকে ১৯৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি খাসি স্বায়ত্বশাসিত লোকসভা কেন্দ্র নামে পরিচিত ছিলো৷ ১৯৭৭ খ্রিস্টাব্দের নির্বাচনের সময় থেকে নামটি বদল করে শিলং রাখা হয়৷ [৫]

বিধানসভা কেন্দ্র গুলি[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩৬ টি নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মেঘালয়ের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৩৬ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের তেত্রিশটি বিধানসভা কেন্দ্র তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত।[৬][৭]

নারতিয়াং বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১ নং বিধানসভা কেন্দ্র। এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত৷

জোয়াই বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷

রলিয়াং বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন।

মৌকাইও লোকসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷৷

সুতঙ্গা সাইপুং বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫ নং বিধানসভা কেন্দ্র। এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত৷

খ্লেহরিয়াৎ বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷

অম্লরেম বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন।

মৌহাটী লোকসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি রী ভোঈ জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷৷

নংপো বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৯ নং বিধানসভা কেন্দ্র। এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি রী ভোঈ জেলায় অবস্থিত৷

জিরাং বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি রী ভোঈ জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷

উমস্নিং বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১১ নং বিধানসভা কেন্দ্র৷ এটি রী ভোঈ জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন।

উমরৈ লোকসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১২ নং বিধানসভা কেন্দ্র৷ এটি রী ভোঈ জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷৷

মৌরেংক্নেং বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৩ নং বিধানসভা কেন্দ্র। এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷

পিন্থোরুমখ্রা বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

মৌলাই বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৫ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন।

পূর্ব শিলং লোকসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷

উত্তর শিলং বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭ নং বিধানসভা কেন্দ্র। এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷

দক্ষিণ শিলং বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

পশ্চিম শিলং বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

মাইলিয়েম লোকসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷৷

নংথিম্মাই বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২১ নং বিধানসভা কেন্দ্র। এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷

নংক্রেম বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২২ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷

সোহিওং বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৩ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন।

মৌফ্লাং লোকসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷৷

মৌসিনরাম বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৫ নং বিধানসভা কেন্দ্র। এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷

শেল্লা বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৬ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷

পাইনুরসলা বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন।

সোহরা লোকসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷৷

মৌকিনরেও বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২৯ নং বিধানসভা কেন্দ্র। এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত৷

মৈরং বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷

মৌতদ্রাইশন বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩১ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন।

নংস্টয়েন লোকসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩২ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷

রামব্রাই জির্নগাম বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩৩ নং বিধানসভা কেন্দ্র। এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি পশ্চিম খাসি পাহাড় জেলায় অবস্থিত৷

মৌশিনরুত বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি পশ্চিম খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷

রাণীকোর বিধানসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩৫ নং বিধানসভা কেন্দ্র৷ এটি দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন।

মৌকিরওয়াত লোকসভা কেন্দ্র[সম্পাদনা]

এই বিধানসভা কেন্দ্রটি মেঘালয় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩৬ নং বিধানসভা কেন্দ্র৷ এটি দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলায় অবস্থিত৷ এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত আসন৷

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২০ 
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯ 
  3. https://myneta.info/meghalaya2018/
  4. http://ceomeghalaya.nic.in/sitemap.html
  5. https://www.insidene.com/khasi-jaintia-hills-autonomous-council-elections/
  6. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (পিডিএফ)Manipur। Election Commission of India। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. https://www.indianexpress.com/article/north-east-india/meghalaya/meghalaya-assembly-elections-2018-full-list-of-constituencies-mukul-sangma-congress-5029762/lite/