বিষয়বস্তুতে চলুন

শিরোমণি অকালী দল (পন্থিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিরোমণি অকালী দল (পন্থিক)
প্রতিষ্ঠাতাCaptain Amarinder Singh
প্রতিষ্ঠা১৯৯১
ভাঙ্গন১৯৯৭
বিভক্তিশিরোমণি অকালী দল
একীভূত হয়েছেভারতীয় জাতীয় কংগ্রেস
ভারতের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

শিরোমণি অকালী দল (পন্থিক) ছিল পাঞ্জাবের একটি বিলুপ্ত ভারতীয় রাজনৈতিক দল। এটি ১৯৯১ সালে শিরোমণি অকালী দলের বিভক্তির ফলে গঠিত বেশ কয়েকটি হার্ড-লাইন স্প্লিন্টার গ্রুপের মধ্যে একটি। SAD(P) গঠিত হয় ১৯৯০ সালে।[১] এর নেতৃত্বে আছেন জসবীর সিং রোড । দলটি ছিল ভারতের পাঞ্জাব রাজ্যের একটি শিখ -কেন্দ্রিক রাজনৈতিক দল

জানুয়ারী ১৯৯২ সালে এসএডি (পন্থিক) শিরোমণি অকালী দলের (লঙ্গোওয়াল) সাথে একীভূত হয়। অমরিন্দর অবশ্য প্রান্তিক বোধ করেন এবং ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে SAD (পন্থিক) পুনরায় চালু করা হয়। ১২ সেপ্টেম্বর ১৯৯৭-এ SAD (পন্থিক) ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে একীভূত হয় এবং অমরিন্দর সিং রাজিন্দর কৌর ভাট্টলের স্থলাভিষিক্ত হয়ে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির (পিসিসি) সভাপতি হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Badal, Tohra factions unite"The Tribune। India। ১৪ জুন ২০০৩। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৮