বিষয়বস্তুতে চলুন

শিবদাস ঘোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিবদাস ঘোষ
এসইউসিআই দলের প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক
উত্তরসূরীনীহার মুখোপাধ্যায়
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯২৩
সুভদ্যা, ঢাকা জেলা, ব্রিটিশ ভারত
মৃত্যু৫ অগস্ট, ১৯৭৬
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
রাজনৈতিক দলসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)

শিবদাস ঘোষ (১৯২৩ – ৫ অগস্ট, ১৯৭৬) হলেন ভারতের মার্কসবাদী দার্শনিক ও চিন্তানায়ক। তিনি ভারতের সাম্যবাদী দল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (এসইউসিআই)-এর প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক।[] তিনি ভারতের বিপ্লবের স্তর নির্ধারণ করে মার্কসবাদী দর্শনকে ভারতবর্ষের মাটিতে প্রয়োগ করে কীভাবে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পূর্ণ করা যায়, তার পথনির্দেশ করেন।

শিবদাস ঘোষের জন্ম ঢাকা জেলার সুভদ্যা গ্রামে। পিতার নাম হরেন্দ্রনারায়ণ ঘোষ। নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। ১৩ বছর বয়সে অনুশীলন সমিতির আহ্বানে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন। প্রথম জীবনে মানবেন্দ্রনাথ রায়ের গভীর পাণ্ডিত্যে আকৃষ্ট হয়েছিলেন। ১৯৪০ সালে নবগঠিত রেভোলিউশন্যারি সোশ্যালিস্ট পার্টি বা আরএসপি-র সঙ্গে যুক্ত হন। ১৯৪২ সালে যোগ দেন ভারত ছাড়ো আন্দোলনে। এই সময় আত্মগোপন করে থাকেন কিছুকাল। তারপর গ্রেফতার হয়ে তিন বছর জেলে কাটান। ১৯৪৮ সালে আরএসপি-র কিছু কর্মী নিয়ে গঠন করেন সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া বা এসইউসিআই।[]

রচিত গ্রন্থ

[সম্পাদনা]

তাৃর রচিত পুস্তিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে

  • কেন ভারতবর্ষের মাটিতে এস ইউ সি আই একমাত্র সাম্যবাদী দল
  • মার্কসবাদ ও মানবসমাজের বিকাশ প্রসঙ্গে
  • শ্রমিক আন্দোলনের বিপ্লবী দৃষ্টিভঙ্গি কী হবে
  • গণআন্দোলনের সমস্যা প্রসঙ্গে
  • ভারতবর্ষের কৃষি সমস্যা ও চাষী আন্দোলন প্রসঙ্গে
  • গণআন্দোলনে বিপ্লবী নেতৃত্ব কেন চাই
  • ১৫ই আগস্টের স্বাধীনতা ও গণ মুক্তির সমস্যা
  • গণআন্দোলনের সমস্যা ও ছাত্রদের কর্তব্য
  • ছাত্র ও যুব সমাজের কর্বত্য
  • চীনের সাংস্কৃতিক বিপ্লব
  • ভারতের সাংস্কৃতিক আন্দোলন ও আমাদের কর্তব্য
  • ফ্যাসিবাদ ও বাম-গণতান্ত্রিক আন্দোলনে নৈতিকতার সংকট
  • কমরেড সুবোধ ব্যানার্জী স্মরণে []
  • শরৎচন্দ্রের মূল্যায়ন প্রসঙ্গে


তাঁর রচিত গ্রন্থগুলি "শিবদাস ঘোষ নির্বাচিত রচনাবলী' নামে চার খণ্ডে প্রকাশিত হয়েছে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "SUCI Central Committee's Homage to Shibdas Ghosh"। ২৫ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০০৯ 
  2. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৭১৩, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬