বিষয়বস্তুতে চলুন

শাহ বারিদ খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাহ বারিদ খান
পরিচিতির কারণপুঁথি সাহিত্যিক

শাহ বারিদ খান ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুরে জন্মগ্রহণ করেন। পণ্ডিতদের ধারণা, তাঁর পিতা নানুরাজ মল্লিকের নামানুসারে নানুপুর ইউনিয়নের নামকরণ হয়ে থাকতে পারে। মধ্যযুগের অন্যতম কবি শাহ বারিদ খানের দীঘি নানুপুরে অদ্যাবধি বিদ্যমান।[]

সাহিত্য কর্ম

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ওয়াকিল আহমেদ (২০১২)। "শাহ বারিদ খান"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743