শাহ আলম (দ্ব্যর্থতা নিরসন)
অবয়ব
(শাহ আলম (রাজনীতিবিদ) থেকে পুনর্নির্দেশিত)
শাহ আলম বলতে যাদেরকে বোঝানো হতে পারে -
ব্যক্তি
[সম্পাদনা]- দ্বিতীয় শাহ আলম - ৬শ মুঘল সম্রাট। তিনি ১৭৬০ থেকে ১৮০৬ সাল পর্যন্ত রাজত্ব করেন ।
- শাহ আলম –বাংলাদেশী ক্রীড়াবিদ। তিনি টানা দু'বার সাফ গেমসে দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন।
- শাহ আলম (রংপুরের রাজনীতিবিদ) –বাংলাদেশের রংপুর জেলার একজন রাজনীতিবিদ। রংপুর-৪ আসনের সাবেক সাংসদ।
- শাহ আলম (ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিবিদ) –বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন রাজনীতিবিদ। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সাংসদ।
- শাহ আলম (পিরোজপুরের রাজনীতিবিদ) –বাংলাদেশের পিরোজপুরের আওয়ামী লীগ রাজনীতিবিদ ও পিরোজপুর-২ আসনের সাবেক সাংসদ।
- শাহ আলম (সচিব) –বাংলাদেশি সাবেক সরকারি কর্মকর্তা যিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
আরও দেখুন
[সম্পাদনা]- শাহ আলমগীর – বাংলাদেশের একজন সাংবাদিক। তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ছিলেন।
- শাহে আলম তালুকদার – বাংলাদেশের একজন রাজনীতিবিদ। বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি। বরিশাল-২ আসনের সাংসদ।
- শাহ-ই-আলম - শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য
- শাহ আলম সরকার – বাউল শিল্পী
- মোহাম্মদ শাহ আলম – বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা।
- মোহাম্মদ শাহ আলম (ক্রীড়াবিদ) – বাংলাদেশী দৌড়বিদ। তিনি ১৯৮৫ দক্ষিণ এশীয় গেমস ও ১৯৮৭ দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক অর্জন করেন।
- মোহাম্মদ শাহ আলম (আইনজ্ঞ) - বাংলাদেশ আইন কমিশনের সাবেক চেয়ারম্যান