বিষয়বস্তুতে চলুন

শাহনাজ আরেফিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাহনাজ আরেফিন এনডিসি
সিনিয়র সচিব
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩১ অক্টোবর ২০২১
পূর্বসূরীমুহম্মদ ইয়ামিন চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ক্যানবেরা বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ন্যাশনাল ডিফেন্স কলেজ
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

শাহনাজ আরেফিন এনডিসি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব ছিলেন। বর্তমানে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

শাহনাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি লাভ করেন। ২০০০ সালে তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ও ২০১৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেছেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

শাহনাজ আরেফিন বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে কর্মজীবন শুরু করেন। তিনি মাঠ প্রশাসনসহ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়ও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব ছিলেন।[] ২০২১ সালের অক্টোবর মাসে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন।[] বর্তমানে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[] ৭ জুলাই ২০২৪ সালে তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেয়া হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পদোন্নতি পেয়ে সচিব হলেন ৬ কর্মকর্তা"মানবকণ্ঠ। ২৮ অক্টোবর ২০২১। ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "প্রশাসনে সচিব পদমর্যাদায় ১০ নারী"দৈনিকশিক্ষা। ১৭ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. "ড. শাহনাজ আরেফিন, এনডিসি-এর জীবন বৃত্তান্ত"পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। ২৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. "পদোন্নতি পেয়ে সচিব হলেন ৬ কর্মকর্তা"ঢাকা পোস্ট। ২৮ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "পদোন্নতি পেয়ে সচিব হলেন ৬ কর্মকর্তা, বদলি ৩ জন"যুগান্তর। ২৮ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৩ 
  6. "সিনিয়র সচিব হলেন শাহনাজ আরেফিন"