শাকিব খান লাভার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাকিব খান লাভার
শাকিব খান লাভার-এর পোস্টার
ধরনকৌতুক, নাট্য
বিতরণজামিল'স জু
পরিচালকবর্ণ নাথ
প্রযোজকজামিল হোসেন
লেখকশামীম শিকদার
শ্রেষ্ঠাংশে
সঙ্গীতশাহরিয়ার রাফাত
চলচ্চিত্র শিল্পনাদিম মাহমুদ
সম্পাদনামাসুদ রানা অনিক
প্রযোজনা সংস্থাজামিল'স জু
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
মুক্তির তারিখ২২ জুন ২০২৩
দৈর্ঘ্য৫১ মিনিট

শাকিব খান লাভার হচ্ছে ২০২৩ সালের একটি বাংলাদেশী নাটক। এটি রচনা করেছেন শামীম শিকদার, পরিচালনা করেছেন বর্ণ নাথ এবং জামিল'স জু-এর ব্যানারে প্রযোজনা করেছেন জামিল হোসেন। এটি বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক শাকিব খানের ভক্তর পাগলামি নিয়ে নির্মিত, যেখানে শাকিব খানের ভক্তর চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন অলংকার চৌধুরী, হারুন অর রশিদ (বান্টি ভাই)সহ অনেকে।[১][২]

এতে অভিনয় সম্পর্কে প্রধান অভিনেতা জামিল হোসেন চ্যানেল আইকে বলেন, ভক্তরা তার প্রিয় তারকাকে পেতে অনেক সময় বাটপারদের ফাঁদে পা দেয়। ভক্ত ভালোবেসে যদি কারো ফাঁদে পা দেয় তাহলে সেই সুপারস্টারের কোনো দোষ থাকে না। আমাদের ইন্ডাস্ট্রিতেও এমন মাঝেমধ্যে হয়। ভক্তরা যেন প্রতারিত না হয় সেইদিক থেকেও এই কাজটি একটি ইতিবাচকতা ছড়াতে পারে।[৩]

কাহিনী[সম্পাদনা]

শাকিব খানের পাগল ভক্তের একজন যিনি সেলুনের কাজ করেন। তার সেলুন ও ঘরে শাকিবের ছবির পোস্টারে ভরা। সে শাকিব ছাড়া কিছুই বোঝে না, তার জীবনের স্বপ্ন একবার হলেও প্রিয় নায়ককে ছুঁয়ে দেখবেন। একদিন সেই গ্রামে একজন পরিচালক শুটিং করতে যান। তখন শাকিব খানের সেই পাগল ভক্তর সঙ্গে পরিচয় হয় পরিচালকের। তার প্ররোচণায় পড়ে শাকিব খানের সঙ্গে পরিচিত ও সখ্যতা গড়তে পারবে জেনে নিজের সেলুন বিক্রি করে দেয়। শেষ পর্যন্ত সর্বস্বান্ত হয়ে শাকিব খানকেই ঘৃণা করতে শুরু করে। তখন তার বউ আবার তাকে বোঝায় এবং বলে যে, এই ঘটনায় তো শাকিব খানের কোনো দোষ নেই।[৪]

অভিনয়[সম্পাদনা]

  • জামিল হোসেন
  • অলংকার চৌধুরী
  • হারুন অর রশীদ
  • আমিন আজাদ
  • শারমিন সাথী
  • সোহেল রহমান
  • সঞ্জীব আহমেদ
  • রাকিব ইসলাম

মুক্তি[সম্পাদনা]

২০২৩ সালের ২০ জুন নাটকটির একটি পোস্টার প্রকাশ করা হয়।[৫][৬]

নাটকটি ২০২৩ সালের ২২ জুন জামিল হোসেনের ইউটিউব চ্যানেল ‘জামিল'স জু’তে উন্মুক্ত করা হয়।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নাটকের নাম 'শাকিব খান লাভার'"দৈনিক আমাদের সময়। ২১ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৩ 
  2. Codingest। "ঈদে আসছে জামিল অভিনীত 'শাকিব খান লাভার'"amaderkagoj.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২২ 
  3. "শাকিব ভক্তের পাগলামি নিয়ে নাটক"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৬-২১। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২২ 
  4. "নাটকের নাম, শাকিব খান লাভার"Kaler Kantho। ২০২৩-০৬-২২। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২২ 
  5. "ছোট পর্দায় শাকিব ভক্তের পাগলামির গল্প"Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২২ 
  6. "শাকিবের অন্ধ ভক্ত জামিল!"Dhaka Post। ২০২৩-০৬-০৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]