শঙ্খমুল সেতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শঙ্খমুল সেতু নেপালের বাগমতি নদীর উপর একটি পথচারী সেতু। এটি শঙ্খমূলে অবস্থিত। এটি কাঠমান্ডু জেলা এবং নেপালের ললিতপুর জেলার মধ্যে সংযোগ। সেতুর প্রস্থের কারনে এটি চার চাকার যানবাহন চলার উপযোগী নয়। ললিতপুর জেলার বিখ্যাত মন্দিরে যাতায়াতের জন্য এটি পথচারীদের প্রধান পথ। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]