শঙ্কর প্রসাদ মিত্র
শঙ্কর প্রসাদ মিত্র (২৬ ডিসেম্বর ১৯১৭ - ৯ আগস্ট ১৯৮৬) ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। তিনি পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপালদের একজন এবং কলকাতা হাইকোর্টের দীর্ঘতম প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।
কর্মজীবন
[সম্পাদনা]মিত্র ১৯১৭ সালে ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে ১৯৫২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং শিয়ালদহ থেকে জয়ী হন।[১] তিনি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আইন ও বিচার বিভাগের মন্ত্রী হন।[২] মিত্র আইন অনুশীলন করেন এবং হাইকোর্টে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের স্থায়ী পরামর্শদাতা হিসেবে কাজ করেন।[৩] তিনি ১৯৭২ সালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন এবং ১৯৭৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি এই হাইকোর্টের ইতিহাসে দীর্ঘ ৭ বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।[৪] মিত্র তার মেয়াদে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপালের দায়িত্বও পালন করেন।[৫][৬]
পরিবার
[সম্পাদনা]শঙ্কর প্রসাদ মিত্র পশ্চিমবঙ্গের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সুধাংশু মোহন বোসের একমাত্র কন্যা অলোকা মিত্র নী বোসকে বিয়ে করেছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "🗳️ Sankar Prasad Mitra, Muchipara Assembly Elections 1951 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com"। LatestLY (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩১।
- ↑ Sengupta, Nitish K. (২০০২)। Dr. Bidhan Chandra Roy (ইংরেজি ভাষায়)। Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India। আইএসবিএন 978-81-230-0964-3।
- ↑ Sabha, India Parliament Rajya (১৯৮৬)। Parliamentary Debates (ইংরেজি ভাষায়)।
- ↑ "Calcutta High Court - About"। www.calcuttahighcourt.gov.in। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩১।
- ↑ Chakrabarty, Saroj (১৯৭৮)। With West Bengal Chief Ministers: Memoirs, 1962 to 1977 (ইংরেজি ভাষায়)। Chakrabarty। আইএসবিএন 978-0-86131-117-0।
- ↑ Library (India), National (১৯৭৩)। Annual Report for ... (ইংরেজি ভাষায়)। National Library.।