লোহারি গেট, লাহোর

স্থানাঙ্ক: ৩১°৩৪′৩৮″ উত্তর ৭৪°১৮′৪৮″ পূর্ব / ৩১.৫৭৭৩৫° উত্তর ৭৪.৩১৩৩৮° পূর্ব / 31.57735; 74.31338
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাহোরি গেট মসজিদ

লাহোরি গেট বা লোহারি গেট পাকিস্তানের লাহোর শহরের প্রাচীর ঘেরা শহরে অবস্থিত। লাহোরি গেট হল লাহোরের প্রাচীরঘেরা শহরের ১৩টি প্রবেশদ্বারের মধ্যে একটি।[১]

পুরনো শহরের অন্যতম প্রাচীন তোরণ হওয়ায় লাহোরি গেট লোহারি গেট নামেও পরিচিত। কিছু ইতিহাসবিদদের মতে লাহোরের আদি (পুরনো) শহরটি মূলত ইছড়ার কাছে অবস্থিত ছিল ও এই তোরণটি ঐ দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই এর নাম হয়েছে লাহোরি গেট। নামটির সাথে উর্দু ভাষার সম্পর্ক বিদ্যমান, যেখানে "লোহার" অর্থ কামার। এভাবে নামকরণের পেছনে এটিও আরেকটি কারণ হতে পারে। তবে এখানে কামাররা বসবাস করতেন বা কাজ করতেন এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না।[২]

লাহোরি বাজার[সম্পাদনা]

লোহারি গেটের ভিতরের বাজারটি লোহারিমন্ডি (লোহারি বাজার) নামে পরিচিত যা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন বাজার। সুদূর অতীতে মুলতান থেকে আগত কাফেলা ও যাত্রীরা এই ফটক দিয়ে শহরে প্রবেশ করত। ইতিহাসবিদদের মতে লোহারি গেটের পিছনে একবার কাঁচা কোট নামে একটি ইটের দুর্গ ছিল যা সম্ভবত মালিক আয়াজ দ্বারা প্রতিষ্ঠিত লাহোরের প্রথম সুরক্ষিত শহর।[২]

মুঘল শাসনামলে প্রাচীর শহরটির দুটি বিখ্যাত বিভাগ গুজার বাহার খান ও গুজার মাছি হাট্টা এই গেট দ্বারা সংযুক্ত ছিল। দুর্ভাগ্যবশত ১৮শ শতাব্দীর নৈরাজ্যিক শাসনের সময় লোহারি গেট ছাড়া শহরের সমস্ত গেট এবং অন্য দুটি গেট দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। লোহারি গেটের বর্তমান ভবনটি ১৮৬৪ সালে পাঞ্জাবের তৎকালীন গভর্নর স্যার রবার্ট মন্টগোমারি দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল।[২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Neighbourhoods list in 9 Zones of Lahore (see page 2 of 8 for Lohari Gate) The Punjab Gazette, Government of the Punjab website, Published 22 August 2017, Retrieved 19 April 2022
  2. "Walled City Has thirteen gates"Arijali-Lahore.net website। ১৬ ডিসেম্বর ২০০২। ১০ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]