লেশি সিংহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লেশি সিংহ বিহারের জনতা দলের একজন রাজনীতিবিদ। তিনি ধমদহ আসন থেকে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন। তিনি নিতিশ কুমারের মন্ত্রিসভার একজন মন্ত্রী। [১] পাশাপাশি তিনি বিহারের রাষ্ট্রীয় নারী কমিশনের সভাপতি। ২০০০, ২০০৫, ২০১০, ২০১৫, ২০২০ রাজ্য বিধানসভা নির্বাচনে লেশি সিং ধামধাহ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে বিহার বিধানসভা সদস্য হন। তিনি ধমদহ (পূর্ণিয়া) থেকে পঞ্চম মেয়াদে, প্রায় ৩৪ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী। তিনি বুটান সিংহের স্ত্রী, যিনি সমতা পার্টির প্রাক্তন জেলা প্রধান এবং অত্যন্ত ভয়ঙ্কর গ্যাংলর্ড। [২] তিনি নিতিশ মন্ত্রিসভায় খাদ্য ও ভোক্তা সুরক্ষা মন্ত্রী।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "नीतीश मंत्रिमंडल की नई सदस्य बनीं लेसी" (Hindi ভাষায়)। Jagran। ২০১৪-০৩-১২। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-২৪ 
  2. Apr 20, Bhuvaneshwar Prasad / TNN /; 2000। "Purnea unit Samata chief gunned down | Patna News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৯