লুনা ই-৮-৫ নং. ৪০৫
লুনা ই-৮-৫ নং. ৪০৫ | |
---|---|
অভিযানের ধরন | লুনার ল্যান্ডার সেম্পল রিটার্ন |
অভিযানের সময়কাল | কক্ষপথে পৌঁছতে ব্যর্থ |
মহাকাশযানের বৈশিষ্ট্য | |
মহাকাশযানের ধরন | ওয়াইই-৮-৫ |
প্রস্তুতকারক | ল্যাভোচ্কিন |
উৎক্ষেপণ ভর | ৫,৬০০ কিলোগ্রাম (১২,৩০০ পা) |
অভিযানের শুরু | |
উৎক্ষেপণ তারিখ | ৬ ফেব্রুয়ারি ১৯৭০, ০৪:১৬:০৬ | ; ইউটিসি
উৎক্ষেপণ রকেট | প্রোটন-কে/ডি নং. ২৪৭-০১ |
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর কসমোড্রোম, ৮১/২৩ |
লুনা ই-৮-৫ নং. ৪০৫, যেটি লুনা ওয়াইই-৮-৫ নং. ৪০৫ নামেও পরিচিত এবং কখনও কখনও নাসা কর্তৃক লুনা ১৯৭০এ হিসাবে চিহ্নিত করা হয়,[১] হলো লুনা কর্মসূচির অংশ হিসাবে ১৯৭০ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান যা উৎক্ষেপণ ব্যর্থতায় হারিয়ে গিয়েছে। এটি ছিলো ৫,৬০০-কিলোগ্রাম (১২,৩০০ পা) ভর বিশিষ্ট লুনা ই-৮-৫ মহাকাশযান, আটটির মধ্যে পঞ্চম উৎক্ষেপণ করাটি।[২][৩] এটি ছিলো চন্দ্র পৃষ্ঠে মৃদু অবতরণ করার জন্য প্রেরিত মহাকাশযান, যেটি সেখান হতে চন্দ্রের মৃত্তিকার নমুনা সংগ্রহ করতো এবং তা নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করতো।[২]
বিবরণ
[সম্পাদনা]লুনা ই-৮-৫ নং. ৪০৫ মহাকাশযানটি ১৯৭০ সালের ৬ ফেব্রুয়ারি ০৪:১৬:০৬ ইউটিসি-এ বাইকোনুরের সাইট ৮১/২৩ থেকে ব্লক-ডি উচ্চ-স্তর যুক্ত একটি প্রোটন-কে ৮কে৭৮কে বাহক রকেটের[৪] উপরে বসিয়ে উৎক্ষেপণ করা হয়েছিল। উড্ডয়নের প্রথম পর্যায়ে এর একটি চাপ-প্রদায়ক সেন্সরের সমস্যার কারণে উৎক্ষেপণের ১২৮ সেকেন্ড পরই রকেটটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। প্রক্ষেপকটি নিম্নপরিসীমা এলাকায় বিদ্ধস্ত হয়।[৫] এই অভিযান সম্পর্কে তথ্য প্রকাশের আগেই নাসা সঠিকভাবে সনাক্ত করতে সক্ষম হয় যে এটি চাঁদ হতে নমুনা সংগ্রহ করার একটি মহাকাশ অভিযান প্রচেষ্টা।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Williams, David R. (৬ জানুয়ারি ২০০৫)। "Tentatively Identified Missions and Launch Failures"। NASA NSSDC। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১০।
- ↑ ক খ Wade, Mark। "Luna Ye-8-5"। Encyclopedia Astronautica। ফেব্রুয়ারি ২৫, ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১০।
- ↑ Krebs, Gunter। "Luna E-8-5"। Gunter's Space Page। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১০।
- ↑ McDowell, Jonathan। "Launch Log"। Jonathan's Space Page। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১০।
- ↑ Wade, Mark। "Proton"। Encyclopedia Astronautica। সেপ্টেম্বর ১৩, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Zarya - লুনা কর্মসূচির কালপঞ্জী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জুলাই ২০২২ তারিখে