লুনা ই-৬ নং. ৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুনা ই-৬ নং. ৬
অভিযানের ধরনলুনার ল্যান্ডার
অভিযানের সময়কালকক্ষপথে পৌঁছতে ব্যর্থ
মহাকাশযানের বৈশিষ্ট্য
মহাকাশযানের ধরনওয়াইই-৬
প্রস্তুতকারকপরীক্ষামূলক নকশা ব্যুরো (ওকেবি-১)
উৎক্ষেপণ ভর১,৪২২ কিলোগ্রাম (৩,১৩৫ পা)
অভিযানের শুরু
উৎক্ষেপণ তারিখ২১ মার্চ ১৯৬৪, ০৮:১৫:৩৫ (1964-03-21UTC08:15:35Z); ইউটিসি
উৎক্ষেপণ রকেটমোলনিয়া-এম ৮কে৭২ (নং টি১৫০০০-২০)
উৎক্ষেপণ স্থানবাইকোনুর, সাইট ১/৫
----
লুনা কর্মসূচি
← লুনা ৪ লুনা ই-৬ নং. ৫

লুনা ই-৬ নং. ৬ কখনও কখনও নাসা কর্তৃক লুনা ১৯৬৪এ হিসাবে চিহ্নিত করা হয়[১] এবং কখনও কখনও পশ্চিমে স্পুটনিক ২৭ নামে পরিচিত, হলো লুনা কর্মসূচির অংশ হিসাবে ১৯৬৪ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান যা উৎক্ষেপণ ব্যর্থতায় হারিয়ে গিয়েছে। এটি ছিলো ১,৪২২-কিলোগ্রাম (৩,১৩৫ পা) ভর বিশিষ্ট লুনা ইয়ে-৬ মহাকাশযান,[২] বারোর মধ্যে চতুর্থ উৎক্ষেপণ করাটি।[৩] এটি চাঁদে মৃদু অবতরণ করার জন্য প্রেরিত প্রথম মহাকাশযান হওয়ার উদ্দেশ্যে উৎক্ষেপন করা হয়েছিল, একটি সুনির্দিষ্ট লক্ষ্য যা শেষ পর্যন্ত চূড়ান্ত ইয়ে-৬ মহাকাশযান, লুনা ৯ কর্তৃক সম্পন্ন করা হয়।

লুনা ই-৬ নং. ৬ মহাকাশযানটি ১৯৬৪ সালের ২১ মার্চ ০৮:১৫:৩৫ ইউটিসি-এ বাইকোনুরের সাইট ১/৫ থেকে একটি মোলনিয়া-এম ৮কে৭২ (নং টি১৫০০০-২০) ক্যারিয়ার রকেটের[৩] উপরে বসিয়ে উৎক্ষেপণ করা হয়েছিল।[৪] ব্লক ১ পর্যায়ে একটি সংযোগকারী রড ভেঙে যায় এবং এর ফলে একটি প্রোপেল্যান্ট ভালভ সম্পূর্ণরূপে খুলতে ব্যর্থ হয়; এই পর্যায়টি কক্ষপথে পৌঁছানোর জন্য অপর্যাপ্ত বল তৈরি করেছিল ফলে উড্ডয়নের ৪৮৯ সেকেন্ডে বন্ধ হয়ে যায়। উপরের পর্যায় এবং মহাকাশযানটি কিছুক্ষণ পরেই বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের পর ভেঙে যায়।[৫] এই অভিযান সম্পর্কে তথ্য প্রকাশের আগেই নাসা সঠিকভাবে এটিকে সনাক্ত করেছিল যে এটি চাঁদে একটি মহাকাশযান অবতরণের প্রচেষ্টা ছিল।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Williams, David R. (৬ জানুয়ারি ২০০৫)। "Tentatively Identified Missions and Launch Failures"NASA Space Science Data Coordinated Archive। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১০ 
  2. Wade, Mark। "Luna E-6"। Encyclopedia Astronautica। ফেব্রুয়ারি ২৫, ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১০ 
  3. Krebs, Gunter। "Luna E-6"। Gunter's Space Page। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১০ 
  4. McDowell, Jonathan। "Launch Log"। Jonathan's Space Page। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১০ 
  5. Wade, Mark। "Soyuz"। Encyclopedia Astronautica। ৭ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Orbital launches in 1964