লুও ইয়ানলিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুও ইয়ানলিন
জন্ম
মৃত্যু১০ সেপ্টেম্বর ২০০৮
জাতীয়তাচীনা
পেশাবিদ্যালয়ের শিক্ষক
পরিচিতির কারণ৩৯ বালিকাকে যৌন নিপীড়ন

লুও ইয়ানলিন ছিলেন চীনের বিদ্যালয়ের শিক্ষক। ১৯৮৮ থেকে ২০০৬ সালে মধ্যে ৩৯ জন বালিকাকে যৌন নিপীড়ন এবং ধর্ষণের দায়ে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে।[১]

লুও উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশের তিনটি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করেছেন। তিনি যাদের উপর অত্যচার করতেন তাদের বয়স ৭ থেকে ১৪ বছরের মধ্যে ছিল।[১]

লুওকে ২০০৬ সালে গ্রেপ্তার করা হয়েছিল যখন বেশ কয়েকজন প্রাক্তন ভুক্তভোগী পুলিশকে তার অপরাধ সম্পর্কে অবহিত করেছিল। তদন্তকারীরা দেখেছেন যে অন্তত ২৬ জন বালিকাকে সে ধর্ষণ করেছে। সরকারি তথ্যমতে তার হামলার শিকার ৩৯ জন বালিকা, তবে কিছু ভুক্তভোগী প্রমাণ দিতে না চাওয়ার কারণে প্রকৃত সংখ্যা আরো বেশি ছিল।[২] লুও তার প্রাথমিক বিদ্যালয়ের ছয় বছরের একটি মেয়েকে বারবার ধর্ষণ করেছিলেন।[১]

গ্রেপ্তারের সময় লুও একজন স্কুলের অধ্যক্ষ ছিলেন। তার অপরাধের সব স্বীকারোক্তির পর [২] ৪ জুলাই, ২০০৭ সালে তাকে মৃত্যুদন্ড প্রদান করা হয়[১] আদালতের মতে, "লুওর অপরাধগুলি অল্পবয়সী মেয়েদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করেছে, স্বাভাবিক শিক্ষাকে ব্যাহত করেছে এবং সমাজে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে।"[১]

লুওয়ের মৃত্যুদন্ড ১০ সেপ্টেম্বর, ২০০৮ সালে গানসু প্রদেশে কার্যকর করা হয়। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Chinese teacher who raped 39 students executed" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-১০-১১ তারিখে. expressindia.com, September 11, 2008. Retrieved 2010-11-06.
  2. "Primary school principal in China on trial for serial rapes". haaba.com, July 31, 2007. Retrieved 2010-11-06.