লাল নিশান পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লাল নিশান পার্টি (রেড ফ্ল্যাগ পার্টি, এলএনপি) ছিল ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি কমিউনিস্ট রাজনৈতিক দল। এটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১] এলএনপির প্রধান কাজ ছিল ট্রেড ইউনিয়ন সক্রিয়তা। দলের ট্রেড ইউনিয়নের নাম ছিল সর্ব শ্রমিক সংঘ (এসএসএস)। দলীয় প্রকাশনাটির নাম ছিল নবপর্ব । এর আগে এসএসএস পুণে থেকে শ্রমিক চিন্তা নামে একটি মারাঠি দৈনিক পত্রিকা প্রকাশ করেছিল। ১৯৮০-এর দশকে এলএনপি কামগার আঘাদির সাথে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলে।[তথ্যসূত্র প্রয়োজন]

১৯৮৮ সালে একটি বিভক্তি ঘটে যখন একটি কট্টরপন্থী অংশ যেটি পেরেস্ত্রোইকার সমালোচনা করে, ভেঙে পড়ে এবং লাল নিশান পার্টি (লেনিনবাদী) গঠন করে। এলএনপি ভারতীয় কমিউনিস্ট এবং গণতান্ত্রিক সমাজতন্ত্রের কনফেডারেশনে অংশগ্রহণ করেছিল।[২] ২০১৭ সালের আগস্টে এলএনপি ভারতের কমিউনিস্ট পার্টির সাথে একীভূত হয়।[৩][৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Banerjee, Shoumojit (২৩ জানুয়ারি ২০১৮)। "Veteran Communist leader Yashwant Chavan dies at 97"The Hindu 
  2. Lal Nishan. Times of India. Accessed 5 June 2012.
  3. "Lal Nishan Party to merge with CPI" 
  4. "Yahoo Search - Web Search" 
  5. "Lal Nishan Party to merge with CPI"Business Standard India। Press Trust of India। ১০ আগস্ট ২০১৭।