বিষয়বস্তুতে চলুন

লায়ন সিনেমাস

লায়ন সিনেমাস
মানচিত্র
পূর্ণ নামজয়–লায়ন সিনেমাস
প্রাক্তন নাম
  • ডায়মন্ড জুবিলি থিয়েটার (১৮৯৭–১৯৩২)
  • লায়ন থিয়েটার (১৯৩২–২০০৫)
ঠিকানাকদমতলি মডেল টাউন, কেরানীগঞ্জ উপজেলা
বাংলাদেশ
অবস্থানলায়ন শপার্স ওয়ার্ল্ড
স্থানাঙ্ক২৩°৪২′১১″ উত্তর ৯০°২৩′৫১″ পূর্ব / ২৩.৭০৩০৮৬১° উত্তর ৯০.৩৯৭৫৭৮৮° পূর্ব / 23.7030861; 90.3975788
মালিকমির্জা আবদুল খালেক
পরিচালকজয় সিনেমাস
ধারণক্ষমতা৮০০
চালু৩১ আগস্ট ১৮৯৭ (1897-08-31)
বন্ধ২০০৫ (2005)
ওয়েবসাইট
http://joycinemasbd.com/

জয়-লায়ন সিনেমাস,[] বা সাধারণভাবে লায়ন সিনেমা হলো বাংলাদেশের ঢাকা জেলায় অবস্থিত একটি মাল্টিপ্লেক্স। এটি ২০২২ সালের ঈদ-উল-ফিতরে চালু করা হয়েছিল। এটি দেশের একটি আধুনিক সিনেমা হল।

ইতিহাস

[সম্পাদনা]

প্রতিষ্ঠা

[সম্পাদনা]

জমিদার কিশোরীলাল রায় চৌধুরী ১৮৯৭ সালে পুরান ঢাকায় ডায়মন্ড জুবিলি থিয়েটার নামে একটি থিয়েটার নির্মাণ করেন। এই থিয়েটারে নাটক মঞ্চস্থ হতো। পরবর্তীতে চাহিদার কারণে ১৯২৭ সাল থেকে[] শুধুমাত্র চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতো। মির্জা আবদুল কাদের নামে এক ব্যক্তি ১৯৩০ সালে থিয়েটারটি কিনে নেন। তিনি ১৯৩২ সালে এর নাম পরিবর্তন করে লায়ন থিয়েটার রাখেন।[][] থিয়েটারটিতে ৯৩৮ জন দর্শক চলচ্চিত্র দেখতে পারতো।[]

সাম্প্রতিক উন্নয়ন

[সম্পাদনা]

সিনেমা হলটির পরবর্তী মালিক মির্জা আব্দুল খালেক ২০০৫ সালে আর্থিক ক্ষতির কারণে এটি বন্ধ করে দেন। এই সময় তিনি কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউনে একটি জমি কিনেছিলেন। সেখানে ২০১৪ সালে, তিনি লায়ন শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিকেন্দ্র স্থাপন করেন। ওই বিপণিকেন্দ্রে তিনি লায়ন সিনেমাস প্রতিষ্ঠা করেন।[] মাল্টিপ্লেক্সটি ১ মার্চ, ২০১৮ সালে খোলার জন্য নির্ধারিত ছিল[] এবং তারিখটি ১৬ ডিসেম্বর, ২০১৯-এ পরিবর্তন করা হয়।[] এটি পরে ২০২২ সালের ঈদ-উল-ফিতরে উদ্বোধন করা হয়।[]

বৈশিষ্ট্য

[সম্পাদনা]

মাল্টিপ্লেক্সের আয়তন ১৮ হাজার বর্গফুট। এখানে ২০০ আসন বিশিষ্ট ৪টি হল রয়েছে, সেইসাথে এখানে একটি ফুড কোর্ট ও একটি চলচ্চিত্র জাদুঘর রয়েছে।[] মাল্টিপ্লেক্সটি বিপণিকেন্দ্রের ৭ম, ৮ম ও ৯ম তলায় অবস্থিত,[] যেখানে মোট ৮০০ আসন রয়েছে। মাল্টিপ্লেক্স পরিচালনার জন্য কর্তৃপক্ষ জয় সিনেমাসের সাথে একটি চুক্তি করে।[][] এর দুটি হল বিদেশী চলচ্চিত্রের জন্য সংরক্ষিত। প্রেক্ষাগৃহে একটি থ্রিডি হলও রয়েছে।[][]

সিনেমার ধরন

[সম্পাদনা]
  • বাংলাদেশী সিনেমা
  • বলিউডের সিনেমা
  • হলিউডের সিনেমা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "শিগগির চালু হচ্ছে পুরান ঢাকার 'জয়-লায়ন সিনেমাস'"চ্যানেলআইঅনলাইন.কমচ্যানেল আই। ৮ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২
  2. 1 2 3 4 "সেই লায়ন সিনেমা হলে পর্দা উঠছে ঈদে"বিডিনিউজ২৪.কম। ২৬ এপ্রিল ২০২২। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২
  3. 1 2 3 "বিজয় দিবসে যাত্রা করবে 'লায়ন সিনেমাস'"আমাদের সময়। ৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২
  4. গণেশ মুখোপাধ্যায় (২০১২)। "নাট্যমঞ্চ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  5. শাহেদ, ইমরুল (২৩ মে ২০২২)। "নতুন দর্শক যোগ হচ্ছে চলচ্চিত্রে"আমাদের সময়। ১৩ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২
  6. 1 2 সুদীপ কুমার দ্বীপ (২২ ফেব্রুয়ারি ২০১৮)। "কেরানীগঞ্জের লায়ন সিনেমাজ"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২
  7. 1 2 "পুরনো লায়ন সিনেমা হল এবার মাল্টিপ্লেক্স রূপে চালু হচ্ছে"দৈনিক ইনকিলাব। ২৬ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]