লামি মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লামি মসজিদ
Xhamia e Lamit
উলচিনি বাজার, সাহাত কুলা এবং লামি মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানউলচিনি,  মন্টিনিগ্রো
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীওসমানীয় স্থাপত্য
সম্পূর্ণ হয়১৬৮৯
বিনির্দেশ
ধারণক্ষমতা১৫০
মিনার

লামি মসজিদ মন্টিনিগ্রোর উলচিনিতে অবস্থিত ছয়টি মসজিদের মধ্যে একটি।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৬৮৯ সালে হাজি আলিয়া নামক ব্যক্তি এই মসজিদটি স্থাপন করেছিলেন। এই মসজিদে শুক্রবার জুমার খুতবা আরবি, আলবেনীয় এবং বসনীয় ভাষায় প্রদান করা হয়। মসজিদের পাশেই রয়েছে গোসলখানা, যেখানে মৃতদের লাশ গোসল করানো হয়।

১৯৬৮ সালে, আলবেনীয় বিরোধী যুগোস্লাভ সরকার মসজিদটি ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু ইমাম ইব্রাহিম মোল্লা যুগোস্লাভীয় পুলিশের সামনে রুখে দাঁড়ান, তার এই সাহসী পদক্ষেপের কারণে তখন তিনি মসজিদটি রক্ষা করতে পেরেছিলেন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Vjerski objekti u Ulcinju, মন্টিনিগ্রো ভ্রমণ করুন (ইংরেজী ভাষায়)

টেমপ্লেট:মন্টিনিগ্রোর মসজিদ