বিষয়বস্তুতে চলুন

লরেন্স আলেকজান্ডার সিডনি জনসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লরেন্স সিডনি আলেকজান্ডার জনসন
Lawrence Alexander Sidney Johnson
জন্ম(১৯২৫-০৬-২৬)২৬ জুন ১৯২৫
মৃত্যু১ আগস্ট ১৯৯৭(1997-08-01) (বয়স ৭২)
অস্ট্রেলিয়া
জাতীয়তাঅস্ট্রেলিয়া অস্ট্রেলীয়
অন্যান্য নামলরি জনসন,
L.A.S.Johnson (উদ্ভিদের দ্বিপদ নামের সাথে ব্যবহৃত)
পেশাশ্রেণীবিন্যাসগত উদ্ভিদবিজ্ঞানী

লরেন্স আলেকজান্ডার সিডনি জনসন এফএএ (২৬ জুন ১৯২৫ – ১ আগস্ট ১৯৯৭) (লরি জনসন নামে সমধিক পরিচিত, উদ্ভিদের নামের পর L.A.S.Johnson হিসেবে ব্যবহৃত হয়) একজন অস্ট্রেলীয় শ্রেণীবিন্যাসগত উদ্ভিদবিজ্ঞানী। তার কর্মজীবনের পুরোটা সময় সিডনির রয়েল বোটানিক গার্ডেন্সে বিভিন্ন পদে, যেমন উদ্ভিদবিজ্ঞানী (১৯৪৮–১৯৭২), পরিচালক (১৯৭২–১৯৮৫) এবং সম্মানিক গবেষণা সাহায্যকারী (১৯৮৬–১৯৯৭), কাজ করেন।[]

উদ্ভিদবিদ্যায় অবদান

[সম্পাদনা]

লরি জনসন অন্য জীববিজ্ঞানীদের সাথে সম্মিলিতভাবে বা সম্পূর্ণ স্ব-উদ্যোগে সংবাহী উদ্ভিদের চারটি নতুন গোত্র, ৩৩টি নতুন গণ ও ২৮৬টি নতুন প্রজাতি (মৃত্যুর পর প্রকাশিত বর্ণনাসহ) শনাক্ত ও বর্ণনা করেন। এছাড়া তিনি ৩৯৫টি প্রজাতি নতুন করে বর্ণনা বা শ্রেণীবিন্যস্ত করেন।

লরি জনসন বর্ণিত গোত্রগুলোর মধ্যে রিঙ্কোক্যালিকাসিয়া (১৯৮৫ সালে বারবারা জি ব্রিগসের সাথে) অ্যাঞ্জিওস্পার্ম ফাইলোজেনি গ্রুপ (এপিজি) কর্তৃক গৃহীত হয়। যদিও ২০০০ সালে বারবারা জি ব্রিগস ও তার প্রস্তাবিত গোত্র ‘হপকিন্সিয়াসিয়া’ ও ‘লাইগিনিয়াসিয়া’ গোত্র (অ্যানার্থ্রিয়াসিয়া গোত্র থেকে পৃথক করে) এপিজি কর্তৃক মনোনীত হয় নি।

মৃত্যু

[সম্পাদনা]

লরি জনসন ১৯৯৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

লরি জনসনের অর্জিত পুরস্কার ও সম্মাননার মধ্যে উল্লখযোগ্য হলো:

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বারবারা জি ব্রিগস (২০০১)। "Biographical memoir : Lawrence Alexander Sidney Johnson 1925-1997"। অস্ট্রেলীয় বিজ্ঞান একাডেমি। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৬  - অস্ট্রেলীয় বিজ্ঞান একাডেমির ঐতিহাসিক দলিল - এ প্রকাশিত, বালাম ১৩, নম্বর ৪, ২০০১
  2. "Member of the Order of Australia"। ইট'স অ্যান অনার। ২৬ জানুয়ারি ১৯৮৭। ২১ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পুরস্কার
পূর্বসূরী
ডি টি অ্যান্ডারসন
ক্লার্ক পদক
১৯৭৯
উত্তরসূরী
ডব্লিউ স্টিফেনসন