বিষয়বস্তুতে চলুন

লক্ষ্মী মেহের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লক্ষ্মী মেহের
জন্ম (1967-07-06) ৬ জুলাই ১৯৬৭ (বয়স ৫৭)
তারাভা, ওড়িশা, ভারত
জাতীয়তাভারত ভারতীয়
পেশাশিল্পী (চিত্রশিল্পী)
দাম্পত্য সঙ্গীকৈলাশ চন্দ্র মেহের
সন্তানপ্রকাশ মেহের, মনীষা মেহের, জয়ন্ত মেহের

লক্ষ্মী মেহের (জন্ম ৬ই জুলাই, ১৯৬৭) একজন ভারতীয় চিত্রশিল্পী ও সমাজকর্মী। তিনি তার ওড়িশা পট চিত্রকর্মের জন্য বিখ্যাত।

প্রথম জীবন এবং পটভূমি

[সম্পাদনা]

তিনি ওড়িশার সুবর্ণপুর জেলার একটি ছোট্ট গ্রাম তারাভাতে জন্মগ্রহণ করেছিলেন এবং যা বর্তমানে ওড়িশার বলঙ্গির শহরে অবস্থিত। তিনি খ্যাতিমান শিল্পী পদ্মশ্রী কৈলাশ চন্দ্র মেহেরের স্ত্রী। তার দুই ছেলে- প্রকাশ মেহের, জয়ন্ত মেহের ও এক মেয়ে মনীষা মেহের। ওড়িশা পট্চিত্র পেইন্টিংয়ের প্রতি তাদের নিজ নিজ অবদানের জন্য তারা সবাই ইতিমধ্যে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। []

ক্যারিয়ার

[সম্পাদনা]

বিয়ের পরে ১৮ বছর বয়স থেকেই তার চিত্রকর্মে ঝোঁক ছিল। তিনি তার স্বামীর অধীনে শিল্পকর্মের ক্রিয়াকলাপ অনুসরণ করেছিলেন। এখন গত তিন দশক ধরে তিনি ঐতিহ্যবাহী চিত্রকলায় উচ্চ ডিগ্রি অর্জন করেছেন। গৃহিণী হওয়ার পাশাপাশি তিনি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড ক্রাফট একাডেমি ফর উইমেন-এর মতো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দিয়েছেন, যেখানে অনেক তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিয়েছেন। এখন তিনি একজন প্রতিষ্ঠিত কারিগর এবং ভারত সরকারের প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে ওড়িশার কেবিকে জেলার অনেক তরুণ কারিগরকে প্রশিক্ষণ ও কর্মসংস্থানও করে দিয়েছেন যেমন- 'এইচআরডি স্কিমের অধীনে গুরু শিষ্য পরম্পরা' এবং 'স্কিম-সি' ইত্যাদি।

লক্ষ্মী মেহের তার বাসায় কাজ করার সময় ছবি

শ্রীমতি মেহের তার জীবদ্দশায় ক্যারিয়ারে সারা দেশে বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীতে অংশ নিয়েছে এবং চিত্রকর্মগুলিতে শিল্পীপ্রেমী, ভিআইপি এবং দর্শকদের কাছে তাঁর চিত্রগুলি অত্যন্ত মূল্যবান। শিল্পের প্রতি তার আন্তরিকতা তাকে ২০০৫ সালে ভারতের রাষ্ট্রপতি থেকে মাস্টার কারিগর জাতীয় পুরস্কার এবং ১৯৯০ সালে ওড়িশার মুখ্যমন্ত্রী থেকে রাজ্য পুরস্কার এনে দেয়।[][]

পুরস্কার

[সম্পাদনা]
  • ২০০৫- ভারতের রাষ্ট্রপতি দ্বারা জাতীয় পুরস্কার
  • ১৯৯০- ওড়িশার মুখ্যমন্ত্রী কর্তৃক রাজ্য পুরস্কার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Laxmi Meher : Tussar Pattachitra Painter of Odisha"। About.me। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৪ 
  2. "National Awardees of Handicrafts Sector for the Year 2005" (পিডিএফ)। Handicrafts.nic.in। ২ নভেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৪ 
  3. "Art textiles"। As.ori.nic.in। ১৭ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৪