রেজটান (চিত্রকর্ম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেজটান, অর দ্য ফল অব পোল্যান্ড
পলিশ: Rejtan – upadek Polski
শিল্পীজ্যান মাটেজকো
বছর১৮৬৬ (1866)
উপাদানক্যানভাসে তৈল
আয়তন২৮২ cm × ৪৮৭ cm (১১১ ইঞ্চি × ১৯২ ইঞ্চি)
অবস্থানরাজকীয় প্রসাদ, ওয়ারছ

রেজটান, অথবা দ্য ফল অব পোল্যান্ড (পোলীয়: Rejtan. Upadek Polski) হল একটি তৈল চিত্র। এই চিত্রটি অঙ্কন করেছেনপলিশ চিত্রশিল্পী জ্যান মাটেজকো। এই চিত্রটি সম্পূর্ণ অঙ্কন করা হয় ১৮৬৬ সালে। ১৭৭৩ সালে পোল্যান্ডের ইতিহাসে প্রথম বিভক্ত বা সেজম বিভক্ত করার বিরুদ্ধে টাডিউজ রেজটান প্রতিবাদ করে করে। সেই প্রতিবাদের দৃশ্যপট এই চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট[সম্পাদনা]

দৃশ্যপট[সম্পাদনা]

ইতিহাস, সংবর্ধনা ও তাৎপর্য[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]