বিষয়বস্তুতে চলুন

রূপক কুলকার্নি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রূপক কুলকার্নি
পেশাযন্ত্রসঙ্গীত
বাদ্যযন্ত্রবাঁশি
কার্যকাল১৯৭০-বর্তমান
ওয়েবসাইটwww.fluterupakkulkarni.com

রূপক কুলকার্নি একজন ভারতীয় বাঁশীবাদক।

পটভূমি

[সম্পাদনা]

তার পিতা পণ্ডিত মলহার রাও কুলকার্নি সংগীত নিয়ে কাজ করেছেন। তিনি পদ্মবিভূষণপ্রাপ্ত হরিপ্রসাদ চৌরাসিয়ার অধীনে মাইহার ঘরানার প্রতিনিধিত্ব করার জন্য তামিল নিয়েছিলেন। [][][]

ক্রিয়াকাণ্ড

[সম্পাদনা]

রুপক তানসেন সমরোহ, পেশকার বিশ্ব সংগীত উৎসব, বিষ্ণু দিগম্বর পলুস্কর সমরোহ, হরবল্লব সংগীত সম্মেলন,[] টাইমস অফ ইন্ডিয়া ১৫০ বছরের উদ্‌যাপন কনসার্ট, ভীষ্ম পার্ব (পুনে),[] ওস্তাদ আমির খান সমরোহ, সভাই গন্ধর্ব ভীমসেন উৎসব,[] উত্তরপাড়া সংগীতচক্র, সপ্তক সংগীত উৎসব (আহমেদাবাদ), গুণিদাস সম্মিলন, হীরাবাই বড়োড়েকার স্মৃতি সমরোহ এবং শ্রুতি মন্ডল ইত্যাদিতে বাঁশী বাজিয়েছেন।

পুরস্কার এবং কৃতিত্ব

[সম্পাদনা]

প্রকাশিত এ্যলবাম

[সম্পাদনা]

তাঁর প্রথম অ্যালবামটি ১৮ বছর বয়সে প্রকাশিত হয়েছিল, যার শিরোনাম ছিল টেন্ডারলি, এতে তার সাথে ছিলেন তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাঁর অ্যালবামগুলি টাইমস মিউজিক, এইচএমভি, নাভ্রাস, প্লাস মিউজিক, রিদম হাউস, নিনাদ, এবিসিএল এর বিগ বি, সেন্স ওয়ার্ল্ড (লন্ডন), ক্রেচার্ডস ইত্যাদি কোম্পানি কর্তৃক প্রকাশিত হয়েছে। []

  • ত্রিভেনু (২০১৭), [১]
  • নেচার'স ট্রেজার (২০১৬),
  • চক্রভিউ "" এর মধ্যে আধ্যাত্মিকতার দিকে যাত্রা "(ক্রেচারড),[]
  • শ্রদ্ধা - ভক্তিমূলক ( টাইমস সংগীত ),
  • দেবতা - যন্ত্র (টাইমস সংগীত)
  • সংগীত অ্যালবাম (ভারতীয় ধ্রুপদী সংগীত)
  • ফ্ল্যাটিস্ট ( এইচএমভি ),
  • মোহন (রাগারাং, মার্কিন যুক্তরাষ্ট্র),
  • দ্রৌপদী "বানসুরি বদন পাঁচটি স্টাইল" (টাইমস মিউজিক),
  • বাঁশি বাজাতে শিখুন (গীতাঞ্জলি),
  • ধরোহর (টাইমস মিউজিক),
  • স্নেহশীল (ছন্দ ঘর),
  • মাইগ্রেনের জন্য সংগীত থেরাপি (টাইমস মিউজিক),
  • ডি-স্ট্রেস রিভাইভ (টাইমস মিউজিক),
  • শব্দ নিদ্রার জন্য সংগীত (টাইমস সংগীত),
  • ডিভাইন হুইল (সেন্স ওয়ার্ল্ড, লন্ডন),
  • ডায়াবেটিসের জন্য সঙ্গীত থেরাপি (টাইমস সংগীত),
  • আকানশা (নিনাদ)।
  • গড়ভংকুর (টাইমস মিউজিক),
  • সুমধুর (কিংবদন্তি উত্তরাধিকার)
  • আনওয়াইন্ড 1 এবং 2 - (নিনাদ সংগীত),
  • বর্ষা যাদু (প্লাস সংগীত),
  • দৃষ্টি (টাইমস মিউজিক),
  • ট্রিনিটি (সোনা রূপা),
  • অনাদি (টাইমস সংগীত)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "IndoAmerican Art council"। ২৩ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Pannhala Ghosh Award"। ১২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২০ 
  3. "Star performer" 
  4. "bheeshm parv"। ১৫ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "Mid Day News"। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. "Idea Jalsa" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "Star of the month"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  8. "Website" 
  9. "Publishing news"