রিম ফ্রেইনাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিম ওমর ফ্রেইনাহ
জাতীয়তাফিলিস্তিন
পেশামানবাধিকারকর্মী
প্রতিষ্ঠানআয়েশা মা ও শিশু সুরক্ষা সংস্থা

রিম ওমর ফ্রেইনাহ (সবচেয়ে প্রচলিতভাবে রিম ফ্রেইনাহ) একজন ফিলিস্তিনি মানবাধিকারকর্মী। তিনি আয়েশা মা ও শিশু সুরক্ষা সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর। এই সংস্থা একটি স্বাধীন ফিলিস্তিনি নারী সংস্থা যা গাজা শহরের উত্তরে গাজা স্ট্রিপের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং মানসিক সহায়তার মাধ্যমে জেন্ডার একত্রীকরণের প্রয়াস চালিয়ে যাচ্ছে।[১]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি আয়েশা মা ও শিশু সুরক্ষা সংস্থার কার্যক্রম সমন্বয়ক ছিলেন, যখন ২০০৯ সালে প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে কাজ শুরু করে। ২০১১ সালে তিনি মনস্তত্ত্ব বিভাগে এমএ শেষ করেন এবং পরবর্তীতে আয়েশার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত হন।[১][২] তার অবদানের বড় অংশ জুড়ে রয়েছে শিক্ষক হিসেবে এবং গাজায় নারী ও শিশুদের প্রাক্তিক যে জনগোষ্ঠী ভুক্তভোগী, তাদের জন্য কাজ করা।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Aisha Association for Woman and Child Protection"aisha.ps। ২০২০-০৩-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২ 
  2. Frainah, Reem। "Palestinian Women Facing Odds"United Nations Office for the Coordination of Humanitarian Affairs। ১৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Palestinian woman: defenseless before the law and the occupation -"pikara magazine (স্পেনীয় ভাষায়)। ২০১৬-০৮-০৪। ২০২০-০৩-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১২