রিমজিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রিমজিম হল মসলা (মিশ্র মশলা) সোডার একটি মার্কা যা বর্তমানে ভারতে কোকা-কোলার মালিকানাধীন ও বাজারজাত করা হয়। [১] [২] ১৯৮০-এর দশকে চালু হওয়ার পর থেকে মার্কাটি মূলত পার্লে বিসলেরির অংশ ছিল। যা ১৯৯৩ সালে কোকা-কোলার কাছে থামস আপ, লিমকা, সিট্রা এবং গোল্ড স্পট -এর সাথে কোকা-কোলার কাছে বিক্রি হয়েছিল। থামস আপ ও লিমকা বাদে পার্লের বাকি মার্কাগুলিকে এর নতুন মালিক বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে। ২০১২ সালে, কোকা-কোলা ঘোষণা করেছিল যে এটি উত্তর ভারতের বাজারের জন্য রিমজিমকে পুনরুজ্জীবিত করবে, যেখানে এর একটি শক্তিশালী ভিত্তি ছিল। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bisleri to register Maaza brand in eastern Europe"The Hindu Business Line। ১৬ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১২ 
  2. "Southside story"The Hindu Business Line। ২১ ফেব্রুয়ারি ২০০২। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১২ 
  3. "Coca-Cola to relaunch RimZim of '80s"The Times of India। ১৫ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১২