রিনা আক্তার (সক্রিয়কর্মী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিনা আক্তার
জন্ম১৯৮৮ (বয়স ৩৫–৩৬)
জাতীয়তাবাংলাদেশী
পেশাযৌনকর্মী থেকে মানবাধিকারকর্মী
পরিচিতির কারণকোভিড-১৯ মহামারীর সময় বেকার ঢাকার যৌনকর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করে

রিনা আক্তার (জন্ম আনু. ১৯৮৮) হলেন একজন বাংলাদেশী যৌনকর্মী, যিনি মানবতাবাদী হয়ে উঠেছেন। কোভিড-১৯ মহামারী চলাকালীন বেকার ঢাকার যৌনকর্মীদের জন্য তিনি দিনে ৪০০ খাবারের আয়োজন করন। তার কাজের জন্য ২০২০ সালে বিবিসির ১০০ নারীর একজন হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন তিনি।

জীবন[সম্পাদনা]

আক্তার বাংলাদেশে ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন [১] তার পরিবার তাকে গৃহপরিচারিকার কাজে দেয়। তবে মধ্যস্থতাকারীরা তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়. যখন তার বয়স ছিল আট বা দশ বছর। [১] তিনি ঢাকায় যৌনকর্মীদের মধ্যে কাজ করতেন। তিনি যে সংগঠনের অংশ ছিলেন তার নাম ছিল দুর্জয় নারী সংঘ এবং কিছুদিন পর তিনি বাতিঘর সংগঠনে যোগ দেন। তাদের একটি কেন্দ্র রয়েছে যেখানে কর্মীরা স্বাস্থ্য এবং আইনী পরামর্শ সহ প্রয়োজনে তারা জন্ম ও অন্ত্যেষ্টিক্রিয়ায় সহায়তা পেতে পারে। [২]

কোভিড মহামারীর সময় যখন ঢাকার যৌনকর্মীরা অনাহারে ছিল তখন তার কাজ অমূল্য হয়ে ওঠে।[২] সংক্রমণের ভয়ে যৌনকর্মীরা খদ্দের পাচ্ছিল না। কারও কারও কাছে কিছু সঞ্চয় ছিল কিন্তু অনেকের কাছে কিছুই ছিল না এবং পতিতালয় বন্ধ থাকায় তাদের অনেক কর্মী রাস্তায় বিক্রি করার চেষ্টা করেছিল যা আরও প্রতিযোগিতা তৈরি করেছিল এবং জড়িতদের জন্য স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছিল। বিধিনিষেধের কারণে এইচআইভি/এইডসের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অনুপলব্ধ হয়ে উঠে।[৩] জাতীয় বিধিনিষেধের জন্য সামাজিক দূরত্বের প্রয়োজন ছিল এবং কর্মীরা কোনও খাবার বা সহায়তা পাচ্ছিল না। অন্যান্যদের আর্থিক সাহায্য এবং এনজিওর সহায়তায় তিনি এই নারীদের জন্য দিনে ৪০০ খাবারের ব্যবস্থা করেন।

আক্তার বয়স্ক যৌনকর্মীদের জন্য সেলাই ক্লাসের ব্যবস্থা করার চেষ্টা করছিলেন যাতে তারা সাহায্যের জন্য ভিক্ষা করার বিকল্প হিসাবে বেতনের কাজ খুঁজে পেতে পারে। [১]

২০২০ সালে তিনি ১০০ জন নারীর একজন এবং শুধুমাত্র দুইজন বাংলাদেশী নারী ছিলেন যারা অসামান্য কৃতিত্বের জন্য বিবিসি কর্তৃক স্বীকৃত হন। অন্য বাংলাদেশি নারীদের মধ্যে ছিলেন শিক্ষিকা রিমা সুলতানা রিমু যিনি রোহিঙ্গা শরণার্থীদের পড়াচ্ছিলেন। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "TBS Changemakers: Rina Akter"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৫ 
  2. Billah, Masum; Correspondent, Staff। "'She was with us when no one else was there': Rina Akter is floating sex workers' last resort"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-০১ 
  3. "Vulnerability mapping to help sex workers in Bangladesh and Myanmar"www.unaids.org (ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২০২১-০২-০১ 
  4. "2 Bangladeshis feature in BBC 100 Women 2020"Dhaka Tribune। ২০২০-১১-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০২-০১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]