রিঙ্গারের ল্যাকটেট দ্রবণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিঙ্গারের ল্যাকটেট দ্রবণ
এক বোতল রিঙ্গার'স ল্যাকটেট দ্রবণ
রোগশয্যাসম্বন্ধীয় তথ্য
অন্যান্য নামহার্টসল (বাংলাদেশ), সোডিয়াম ল্যাকটেট, সোডিয়াম ল্যাকটেট দ্রবণ , হার্টম্যান দ্রবণ, রিঙ্গার-ল্যাকটেট
এএইচএফএস/
ড্রাগস.কম
এফডিএ পেশাগত ড্রাগের তথ্য
লাইসেন্স উপাত্ত
প্রয়োগের
স্থান
শিরা, স্থানীয়, ত্বক
এটিসি কোড

রিঙ্গার'স ল্যাকটেট দ্রবণ (আরএল), যা সোডিয়াম ল্যাকটেট দ্রবণ, ল্যাকটেড রিঙ্গারসহার্টম্যানের দ্রবণ নামেও পরিচিত, হল সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ল্যাকটেট, পটাশিয়াম ক্লোরাইড, পানি ও ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণ।[১] যাদের রক্তের পরিমাণ কম বা নিম্ন রক্তচাপ আছে তাদের তরল এবং ইলেক্ট্রোলাইট প্রতিস্থাপনের জন্য এটি ব্যবহার করা হয়।[২] বিপাকীয় অ্যাসিডোসিসের চিকিৎসার জন্য, শরীর পুড়ে গেলে, চোখ ধোয়ার জন্যও ব্যবহার করা যেতে গেলে পারে।[২][৩] এটি শিরায় ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়।[২][৩]

পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অ্যালার্জি, রক্তে উচ্চমাত্রার পটাশিয়াম ও ক্যালসিয়াম এবং শরীরে তরলের আয়তন বৃদ্ধি অন্তর্ভুক্ত।[২] ক্ষেত্রবিশেষে এটি নির্দিষ্ট ওষুধের সাথে মেশানোর জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই কেউ কেউ রক্ত সঞ্চালনের সময় হার্টম্যান দ্রবণ ব্যবহারকে অনুৎসাহিত করেন।[৪] সাধারণ স্যালাইনের তুলনায় রিঙ্গার'স ল্যাকটেট দ্রবণে অ্যাসিডোসিসের হার কম।[১][৪] গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে হার্টম্যান দ্রবণের ব্যবহার সাধারণত নিরাপদ।[২] হার্টম্যান দ্রবণ ক্রিস্টালয়েড পরিবারে ওষুধ।[৫] এটি আইসোটোনিক, অর্থাৎ এটির ঘনমাত্রা রক্তের ঘনমাত্রার প্রায় সমান[২]

১৮৮০-এর দশকে রিঙ্গার'স দ্রবণ আবিষ্কৃত হয়েছিল। ১৯৩০ সালে এতে ল্যাকটেট যোগ করা হয়েছিল।[৪] এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধের তালিকায় রয়েছে।[৬] ল্যাকটেড রিঙ্গার'স একটি জেনেরিক ওষুধ হিসেবে পাওয়া যায়।[১][৭] স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে এটি রিঙ্গার'স অ্যাসিটেট ব্যবহৃত হয়।[৮]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. British national formulary: BNF 69 (69 সংস্করণ)। British Medical Association। ২০১৫। পৃষ্ঠা 683আইএসবিএন 9780857111562 
  2. "Compound Sodium Lactate Solution for Infusion - Summary of Product Characteristics (SPC) - (eMC)"www.medicines.org.uk। ফেব্রুয়ারি ২০১৩। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৭ 
  3. Krieglstein GK (২০০০)। Atlas of Ophthalmology (ইংরেজি ভাষায়)। Springer Science & Business Media। পৃষ্ঠা 377। আইএসবিএন 9783540780694। ২০১৭-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. Marino PL, Sutin KM (২০১২)। The ICU Book (ইংরেজি ভাষায়) (3rd সংস্করণ)। Lippincott Williams & Wilkins। পৃষ্ঠা 363। আইএসবিএন 9781451161557। ২০১৭-০৯-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. Saade GR, Foley MR, Phelan III JP, Dildy GA (২০১০)। Critical Care Obstetrics (ইংরেজি ভাষায়)। John Wiley & Sons। পৃষ্ঠা 70। আইএসবিএন 9781444396140। ২০১৭-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. World Health Organization (২০১৯)। World Health Organization model list of essential medicines: 21st list 2019। World Health Organization। WHO/MVP/EMP/IAU/2019.06. License: CC BY-NC-SA 3.0 IGO।  |hdl-সংগ্রহ= এর |hdl= প্রয়োজন (সাহায্য)
  7. Marino PL (২০১৩)। Marino's The ICU Book (ইংরেজি ভাষায়) (4 সংস্করণ)। Lippincott Williams & Wilkins। পৃষ্ঠা 223। আইএসবিএন 9781469831640। ২০১৭-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  8. "Vätsketerapi för AT/ST läkare KSS — 'Rehydration therapy for interns and specialists, KSS'" (পিডিএফ)। Västragötalandsregionen। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭ 

বহি:সংযোগ[সম্পাদনা]