সেফ হাউস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেফ হাউস
সেফ হাউস চলচ্চিত্রের পোস্টার.jpg
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকড্যানিয়েল এস্পিনোসা
প্রযোজকস্কট স্টুবার
রচয়িতাডেভিড গুগেনহাইম
শ্রেষ্ঠাংশে
সুরকাররামিন জাওয়াদি
চিত্রগ্রাহকঅলিভার উড
সম্পাদকরিক পিয়ার্সন
প্রযোজনা
কোম্পানি
  • রিলেটিভিটি মিডিয়া
  • ইন্ট্রেপিড পিকচার্স (আনক্রেডিটেড)
  • স্টুবার প্রোডাকশনস
পরিবেশকইউনিভার্সাল পিকচার্স
মুক্তি
  • ১০ ফেব্রুয়ারি ২০১২ (2012-02-10) (মার্কিন যুক্তরাষ্ট্র)
দৈর্ঘ্য১১৫ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$ ৮ কোটি ৫০ লক্ষ[১]
আয়$ ২০ কোটি ৮১ লক্ষ[২]

সেফ হাউস ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন অ্যাকশন থ্রিলার ধাঁচের চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন ড্যানিয়েল এস্পিনোসা এবং এতে অভিনয় করেছেন ডেনজেল ওয়াশিংটন, রায়ান রেনল্ডস সহ আরো অনেকে। ছায়াছবিটি ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি ইউনিভার্সাল পিকচার্স উত্তর আমেরিকায় মুক্তি দেয়।[৩] চলচ্চিত্রটির ধারণ কাজ দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে সম্পন্ন হয়। এটির প্রথম প্রদর্শনী হয় নিউ ইয়র্ক সিটিতে ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি আর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১০ ফেব্রুয়ারি, ২০১২ তারিখে।

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

  • টবিন ফ্রস্ট চরিত্রে ডেনজেল ওয়াশিংটন
  • ম্যাট ওয়েস্টন চরিত্রে রায়ান রেনল্ডস
  • ক্যাথেরিন লিংকলেটার চরিত্রে ভেরা ফার্মিগা
  • ডেভিড বার্লো চরিত্রে ব্রেন্ডান গ্লিসন
  • হার্লান হুইটফোর্ড চরিত্রে স্যাম শেপার্ড
  • কার্লোস ভিলার চরিত্রে রুবেন ব্লেডস
  • অ্যানা মরো চরিত্রে নোরা আর্নিজডার
  • ড্যানিয়েল কিফার চরিত্রে রবার্ট প্যাট্রিক
  • অ্যাালেক ওয়েড চরিত্রে লিয়াম কানিংহাম
  • কেলার চরিত্রে জোয়েল কিনাম্যান
  • ভার্গাস চরিত্রে ফেরেস ফেরেস
  • রবার্ট হেইসলার চরিত্রে সেবাস্টিয়ান হুশে
  • মিলার চরিত্রে জ্যাক ম্যাকলাফলিন
  • হুইটফোর্ডের সহকাররীর চরিত্রে নিকোল শারওয়ান
  • মর্গান চরিত্রে রবার্ট হবস

সাউন্ডট্র্যাক[সম্পাদনা]

সেফ হাউস: অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক
সেফ হাউস চলচ্চিত্রের পোস্টার ২.jpg
রামিন জাওয়াদি কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২১ ফেব্রুয়ারি ২০১২ (2012-02-21)
ঘরানাআবহ সংগীত
দৈর্ঘ্য৬৮:৫১
সঙ্গীত প্রকাশনীভাহিজ সাহাবন্দ ০৬৭১৩৭
প্রযোজকরামিন জাওয়াদি
রামিন জাওয়াদি কালক্রম
ফ্রাইট নাইট
(২০১১)
সেফ হাউস: অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক
(২০১২)
রেড ডন
(২০১২)

চলচ্চিত্রটির আবহ সংগীতের সুরারোপ করেন রামিন জাওয়াদি। যেসব গান চলচ্চিত্রটিতে ব্যবহার করা হয়েছে কিন্তু সাউন্ডট্র্যাক অ্যালবামে নেই সেগুলো হল:

  • লেক সেনের "রেবেল ব্লুস"
  • কেনি ওয়েস্ট ও জে জেড-এর (ফ্রাঙ্ক ওশেন ফিচারিং) "নো চার্চ ইন দ্য ওয়াইল্ড"

ট্র্যাকের তালিকা[সম্পাদনা]

সবগুলি গানের সুরকার রামিন জাওয়াদি।

নং.শিরোনামদৈর্ঘ্য
১."সেফ হাউস"৩:১৫
২."এ হান্ড্রেড লাইস এ ডে"৩:১৫
৩."গেট ইন দ্য ট্রাঙ্ক"৪:২৪
৪."ডু আই মেক ইউ নার্ভাস?"৩:০৭
৫."আই ইউজড টু বি ইনোসেন্ট লাইক ইউ"২:১৫
৬."টবিন ফ্রস্ট"২:১৯
৭."অফ দ্য গ্রিড"৩:২৭
৮."ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু"৪:৪৮
৯."ডোন্ট কিল ইনোসেন্ট পিপল"৩:৪৫
১০."হু ডু ইউ ওয়ার্ক ফর?"৩:৪৪
১১."ওয়াক অ্যাওয়ে"৬:০৩
১২."পিপল চেঞ্জ"২:১৬
১৩."বি বেটার দ্যান মি"৪:১১
১৪."লাঙ্গা"৬:১৪
১৫."মোর পাস্ট দ্যান ফিউচার"৩:১৯
১৬."১২ মান্থস"৩:০৫
১৭."ট্রুথ"৩:৪২
১৮."আই'ল টেক ইট ফ্রম হেয়ার"৫:৪৮

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Movie Projector: 'The Vow' to sweep audiences off their feet"Los Angeles Times। ফেব্রুয়ারি ৯, ২০১২। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৭, ২০১২ 
  2. "Safe House"Box Office MojoIMDb। মে ১৫, ২০১২। সংগ্রহের তারিখ জুন ২, ২০১২ 
  3. Kit, Borys (অক্টোবর ২৯, ২০১০)। "Universal Announces Release Dates for 'The Bourne Legacy,' 'Safe House'"The Hollywood Reporter। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]