রাজীব শুক্লা
রাজীব শুক্লা | |
|---|---|
| ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ৩৭তম সভাপতি | |
| কাজের মেয়াদ ১২ সেপ্টেম্বর ২০২৫ – ২৮ সেপ্টেম্বর ২০২৫ | |
| পূর্বসূরী | রজার বিনি |
| উত্তরসূরী | মিঠুন মানহাস |
| রাজ্যসভা সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২৯ জুন ২০২২ | |
| পূর্বসূরী | ছায়া ভার্মা |
| নির্বাচনী এলাকা | ছত্তিশগড় |
| কাজের মেয়াদ ৩ এপ্রিল ২০০৬ – ২ এপ্রিল ২০১৮ | |
| পূর্বসূরী | সুশীলকুমার শিন্ডে |
| উত্তরসূরী | কুমার কেতকার |
| নির্বাচনী এলাকা | মহারাষ্ট্র |
| কাজের মেয়াদ ৩ এপ্রিল ২০০০ – ২ এপ্রিল ২০০৬ | |
| পূর্বসূরী | জানেশ্বর মিশ্র |
| উত্তরসূরী | বালিহারি |
| নির্বাচনী এলাকা | উত্তর প্রদেশ |
| বিসিসিআই-এর সহ-সভাপতি | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২৪ ডিসেম্বর ২০২০ | |
| রাষ্ট্রপতি | সৌরভ গাঙ্গুলি রজার বিনি |
| পূর্বসূরী | মহিম ভার্মা |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৩ সেপ্টেম্বর ১৯৫৯ কানপুর, উত্তর প্রদেশ, ভারত |
| জাতীয়তা | ভারতীয় |
| রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
| অন্যান্য রাজনৈতিক দল | অখিল ভারতীয় লোকতান্ত্রিক কংগ্রেস |
| দাম্পত্য সঙ্গী | অনুরাধা প্রসাদ (বি. ১৯৮৮)[১] |
| সন্তান | ১ |
| যে জন্য পরিচিত | ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চেয়ারম্যান |
| স্বাক্ষর | |
রাজীব শুক্লা (জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯৫৯) একজন ভারতীয় রাজনীতিবিদ, প্রাক্তন সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর প্রাক্তন চেয়ারম্যান। ২০১৫ সালে তিনি সর্বসম্মতিক্রমে বিসিসিআই কর্তৃক আইপিএল চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগপ্রাপ্ত হন। ১৮ ডিসেম্বর ২০২০ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই-এর সহ-সভাপতি নির্বাচিত হন।[২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রাজীব শুক্লা ১৯৫৯ সালের ১৩ সেপ্টেম্বর উত্তর প্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন।[৩] তিনি পণ্ডিত পৃথ্বী নাথ কলেজ, কানপুর এবং ক্রাইস্ট চার্চ কলেজ, কানপুর থেকে পড়াশোনা করেন।[৪] পরবর্তীতে তিনি বিক্রমাজিত সিং সনাতন ধর্ম কলেজ, কানপুর থেকে আইনশাস্ত্রে পড়াশোনা করেন।[৫]
রাজনীতিতে প্রবেশের আগে তিনি দীপা সাক্সেনার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যাঁর সঙ্গে তিনি নাট্যমঞ্চ ভাগাভাগি করতেন। তিনি হিন্দি দৈনিক জনসত্তা-তে সাংবাদিক হিসেবে কাজ করেন। ১৯৮৫ সাল পর্যন্ত তিনি এই কাজ করেন এবং পরে রবিবার ম্যাগাজিন-এর বিশেষ প্রতিবেদক হন।[৬] এরপর তিনি সিনিয়র সম্পাদক হিসেবে দায়িত্ব নেন এবং ২০০০ সালে রাজ্যসভা সদস্য নির্বাচিত হওয়া পর্যন্ত এই পদে ছিলেন। পরবর্তীতে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস-এ যোগ দেন।[৭]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]রাজীব শুক্লা অনুরাধা প্রসাদের সঙ্গে বিবাহিত। অনুরাধা প্রসাদ বিএজি ফিল্মস অ্যান্ড মিডিয়া লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং রবিশঙ্কর প্রসাদ-এর বোন।[৮] তাঁদের এক কন্যা রয়েছে, নাম বান্যা শুক্লা।
রাজনৈতিক কার্যক্রম
[সম্পাদনা]অখিল ভারতীয় লোকতান্ত্রিক কংগ্রেস প্রার্থী হিসেবে রাজীব শুক্লা বিপুল ব্যবধানে নির্বাচনে জয়ী হন।[৯] ২০০৩ সালে তাঁর দল ভারতীয় জাতীয় কংগ্রেস-এর সঙ্গে একীভূত হয় এবং তিনি দলের মুখপাত্র নিযুক্ত হন। জানুয়ারি ২০০৬ সালে তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সচিব হিসেবে মনোনীত হন।[১০] মার্চ ২০০৬ সালে তিনি দ্বিতীয় দফায় রাজ্যসভায় নির্বাচিত হন।[তথ্যসূত্র প্রয়োজন]
জুন ২০২২ সালে রাজীব শুক্লা ও রঞ্জিত রঞ্জন ছত্তিশগড় থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "A father-daughter angle in latest IPL conflict of interest"।
- ↑ "রাজীব শুক্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সহ-সভাপতি হতে চলেছেন"।
- ↑ "কে এই রাজীব শুক্লা, রাজ্যসভার সাংসদ, প্রাক্তন সাংবাদিক যিনি হতে চলেছেন বিসিসিআই সভাপতি?"। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ২ জুন ২০২৫।
- ↑ "রাজীব শুক্লার জীবনী - পরিবার, রাজনৈতিক জীবন, পুরস্কার, ইতিহাস"। www.elections.in।
- ↑ "রাজীব শুক্লার জীবনী - পরিবার, রাজনৈতিক জীবন, পুরস্কার, ইতিহাস"। www.elections.in।
- ↑ "The Economic Times: Business News..."। economictimes.indiatimes.com।
- ↑ "রাজীব শুক্লার প্রোফাইল"। ৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩।
- ↑ "রাজীব শুক্লা: মন্ত্রী, নেটওয়ার্কার, বিসিসিআই প্রশাসক এবং ব্যবসায়ী"।
- ↑ Ramakrishan, Venkitesh (১৫ এপ্রিল ২০০০)। "Convulsions in Uttar Pradesh"। Frontline। ১৬ জুন ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০০৬।
- ↑ Ramaseshan, Radhika (৭ জানুয়ারি ২০০৬)। "Rahul Awaits Popular Demand"। দ্য টেলিগ্রাফ। ৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০০৬।
- ↑ "কংগ্রেসের রাজীব শুক্লা ও রঞ্জিত রঞ্জন ছত্তিশগড় থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত"। বিজনেস স্ট্যান্ডার্ড। ৩ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২২।