বিষয়বস্তুতে চলুন

রাজীব শুক্লা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজীব শুক্লা
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ৩৭তম সভাপতি
কাজের মেয়াদ
১২ সেপ্টেম্বর ২০২৫  ২৮ সেপ্টেম্বর ২০২৫
পূর্বসূরীরজার বিনি
উত্তরসূরীমিঠুন মানহাস
রাজ্যসভা সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৯ জুন ২০২২
পূর্বসূরীছায়া ভার্মা
নির্বাচনী এলাকাছত্তিশগড়
কাজের মেয়াদ
৩ এপ্রিল ২০০৬  ২ এপ্রিল ২০১৮
পূর্বসূরীসুশীলকুমার শিন্ডে
উত্তরসূরীকুমার কেতকার
নির্বাচনী এলাকামহারাষ্ট্র
কাজের মেয়াদ
৩ এপ্রিল ২০০০  ২ এপ্রিল ২০০৬
পূর্বসূরীজানেশ্বর মিশ্র
উত্তরসূরীবালিহারি
নির্বাচনী এলাকাউত্তর প্রদেশ
বিসিসিআই-এর সহ-সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৪ ডিসেম্বর ২০২০
রাষ্ট্রপতিসৌরভ গাঙ্গুলি
রজার বিনি
পূর্বসূরীমহিম ভার্মা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1959-09-13) ১৩ সেপ্টেম্বর ১৯৫৯ (বয়স ৬৬)
কানপুর, উত্তর প্রদেশ, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
অন্যান্য
রাজনৈতিক দল
অখিল ভারতীয় লোকতান্ত্রিক কংগ্রেস
দাম্পত্য সঙ্গীঅনুরাধা প্রসাদ (বি. ১৯৮৮)[]
সন্তান
যে জন্য পরিচিতইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চেয়ারম্যান
স্বাক্ষর

রাজীব শুক্লা (জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯৫৯) একজন ভারতীয় রাজনীতিবিদ, প্রাক্তন সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর প্রাক্তন চেয়ারম্যান। ২০১৫ সালে তিনি সর্বসম্মতিক্রমে বিসিসিআই কর্তৃক আইপিএল চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগপ্রাপ্ত হন। ১৮ ডিসেম্বর ২০২০ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই-এর সহ-সভাপতি নির্বাচিত হন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রাজীব শুক্লা ১৯৫৯ সালের ১৩ সেপ্টেম্বর উত্তর প্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন।[] তিনি পণ্ডিত পৃথ্বী নাথ কলেজ, কানপুর এবং ক্রাইস্ট চার্চ কলেজ, কানপুর থেকে পড়াশোনা করেন।[] পরবর্তীতে তিনি বিক্রমাজিত সিং সনাতন ধর্ম কলেজ, কানপুর থেকে আইনশাস্ত্রে পড়াশোনা করেন।[]

রাজনীতিতে প্রবেশের আগে তিনি দীপা সাক্সেনার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যাঁর সঙ্গে তিনি নাট্যমঞ্চ ভাগাভাগি করতেন। তিনি হিন্দি দৈনিক জনসত্তা-তে সাংবাদিক হিসেবে কাজ করেন। ১৯৮৫ সাল পর্যন্ত তিনি এই কাজ করেন এবং পরে রবিবার ম্যাগাজিন-এর বিশেষ প্রতিবেদক হন।[] এরপর তিনি সিনিয়র সম্পাদক হিসেবে দায়িত্ব নেন এবং ২০০০ সালে রাজ্যসভা সদস্য নির্বাচিত হওয়া পর্যন্ত এই পদে ছিলেন। পরবর্তীতে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস-এ যোগ দেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রাজীব শুক্লা অনুরাধা প্রসাদের সঙ্গে বিবাহিত। অনুরাধা প্রসাদ বিএজি ফিল্মস অ্যান্ড মিডিয়া লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং রবিশঙ্কর প্রসাদ-এর বোন।[] তাঁদের এক কন্যা রয়েছে, নাম বান্যা শুক্লা।

রাজনৈতিক কার্যক্রম

[সম্পাদনা]

অখিল ভারতীয় লোকতান্ত্রিক কংগ্রেস প্রার্থী হিসেবে রাজীব শুক্লা বিপুল ব্যবধানে নির্বাচনে জয়ী হন।[] ২০০৩ সালে তাঁর দল ভারতীয় জাতীয় কংগ্রেস-এর সঙ্গে একীভূত হয় এবং তিনি দলের মুখপাত্র নিযুক্ত হন। জানুয়ারি ২০০৬ সালে তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সচিব হিসেবে মনোনীত হন।[১০] মার্চ ২০০৬ সালে তিনি দ্বিতীয় দফায় রাজ্যসভায় নির্বাচিত হন।[তথ্যসূত্র প্রয়োজন]

জুন ২০২২ সালে রাজীব শুক্লা ও রঞ্জিত রঞ্জন ছত্তিশগড় থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।[১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "A father-daughter angle in latest IPL conflict of interest"
  2. "রাজীব শুক্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সহ-সভাপতি হতে চলেছেন"
  3. "কে এই রাজীব শুক্লা, রাজ্যসভার সাংসদ, প্রাক্তন সাংবাদিক যিনি হতে চলেছেন বিসিসিআই সভাপতি?"হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ২ জুন ২০২৫।
  4. "রাজীব শুক্লার জীবনী - পরিবার, রাজনৈতিক জীবন, পুরস্কার, ইতিহাস"www.elections.in
  5. "রাজীব শুক্লার জীবনী - পরিবার, রাজনৈতিক জীবন, পুরস্কার, ইতিহাস"www.elections.in
  6. "The Economic Times: Business News..."economictimes.indiatimes.com
  7. "রাজীব শুক্লার প্রোফাইল"। ৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩
  8. "রাজীব শুক্লা: মন্ত্রী, নেটওয়ার্কার, বিসিসিআই প্রশাসক এবং ব্যবসায়ী"
  9. Ramakrishan, Venkitesh (১৫ এপ্রিল ২০০০)। "Convulsions in Uttar Pradesh"Frontline। ১৬ জুন ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০০৬
  10. Ramaseshan, Radhika (৭ জানুয়ারি ২০০৬)। "Rahul Awaits Popular Demand"দ্য টেলিগ্রাফ। ৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০০৬
  11. "কংগ্রেসের রাজীব শুক্লা ও রঞ্জিত রঞ্জন ছত্তিশগড় থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত"বিজনেস স্ট্যান্ডার্ড। ৩ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]