রাজা (১৯৯৯-এর চলচ্চিত্র)
| রাজা | |
|---|---|
![]() | |
| পরিচালক | মুপ্পালানেনি শিব |
| প্রযোজক | আর.বি. চৌধুরী |
| রচয়িতা | রাজেন্দ্র কুমার (সংলাপ) |
| চিত্রনাট্যকার | মুপ্পালানেনি শিব |
| কাহিনিকার | বিক্রম |
| উৎস | উন্নিড়াতিল এন্নাই কোড়ুতেন (তামিল) |
| শ্রেষ্ঠাংশে | ভেঙ্কটেশ সৌন্দর্যা আব্বাস |
| সুরকার | এস এ রাজকুমার |
| চিত্রগ্রাহক | শ্যাম কে নায়ড়ু |
| সম্পাদক | মারতান্ড কে ভেঙ্কটেশ |
| প্রযোজনা কোম্পানি | সুপার গুড ফিল্মস |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১৭৫ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | তেলুগু |
রাজা (তেলুগু: రాజా) হচ্ছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু চলচ্চিত্র। প্রণয়ধর্মী এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন মুপ্পালেননি শিব এবং প্রযোজক ছিলেন আর.বি. চৌধুরী। চিত্রনাট্য পরিচালক মুপ্পালানেনি শিবের লেখা হলেও চলচ্চিত্রটির কাহিনী ১৯৯৮ সালের তামিল চলচ্চিত্র উন্নিড়াতিল এন্নাই কোড়ুতেন থেকে নেওয়া ছিলো যেটি বিক্রম পরিচালনা করেছিলেন এবং ওখানে অভিনেতা কার্তিক অভিনয় করেছিলেন। এই তেলুগু রাজা চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ভেঙ্কটেশ, সৌন্দর্যা এবং আব্বাস। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন এস এ রাজকুমার। চলচ্চিত্রটি তিনটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ জেতে, এগুলো হলোঃ শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু, শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু এবং শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু।[১] অন্ধ্র প্রদেশের বিভিন্ন চলচ্চিত্র প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্রটি প্রায় ১০০ দিনের মত চলেছিলো কারণ দর্শক এটিকে পছন্দ করেছিলো।[১]
অভিনয়ে
[সম্পাদনা]- ভেঙ্কটেশ - রাজা
- সৌন্দর্যা - অঞ্জলি (সরিতা দ্বারা কণ্ঠ ডাবিং)
- আব্বাস - সঞ্জয়
- ব্রহ্মানন্দম - দিল্লি দাদা
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Success and centers list - Venkatesh"। idlebrain.com। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে রাজা (ইংরেজি)
